পিএসএলে মাহমুদউল্লাহর দ্বিতীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ০১ মার্চ ২০১৮
পিএসএলে মাহমুদউল্লাহর দ্বিতীয় জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) প্রথম দুই ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে বাংলাদেশি তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। বুধবার রাতে দলে সুযোগ পেলেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে একটি ক্যাচ ধরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জয়ে রেখেছেন অবদান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তিন ম্যাচে এটা তাদের টানা দ্বিতীয় জয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোয়েটার বোলারদের মাপা বোলিংয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান তুলে ইসলামাবাদ। জবাবে কেভিন পিটারসনের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

৩৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন পিটারসেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করে ইউনাইটেড। ২৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লুক রনকি।

অধিনায়ক মিসবাহ-উল-হক করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। শেন ওয়াটসনের বলে পাকিস্তানি এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দি করেন মাহমুদউল্লাহ।

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোয়েটার কেভিন পিটারসেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

দেশ বড়, পিএসএল নয় : গেইল

দেশ বড়, পিএসএল নয় : গেইল

নিদাহাস ট্রফিতে নেই ম্যাথুজ

নিদাহাস ট্রফিতে নেই ম্যাথুজ

‘ক্ষুধার্ত’ কোহলি আরও চান

‘ক্ষুধার্ত’ কোহলি আরও চান