পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) প্রথম দুই ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে বাংলাদেশি তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। বুধবার রাতে দলে সুযোগ পেলেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে একটি ক্যাচ ধরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জয়ে রেখেছেন অবদান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তিন ম্যাচে এটা তাদের টানা দ্বিতীয় জয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোয়েটার বোলারদের মাপা বোলিংয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান তুলে ইসলামাবাদ। জবাবে কেভিন পিটারসনের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
৩৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন পিটারসেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করে ইউনাইটেড। ২৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লুক রনকি।
অধিনায়ক মিসবাহ-উল-হক করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। শেন ওয়াটসনের বলে পাকিস্তানি এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দি করেন মাহমুদউল্লাহ।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোয়েটার কেভিন পিটারসেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।