ভারতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রার্দুভাব বেশি থাকায় ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। করোনার কারণে জৈব-সুরক্ষা, অনেক স্বাস্থ্য-বিধি মেনে ও রুদ্ধদার স্টেডিয়ামে শুরু হবে আইপিএলের আসন্ন আসরটি।
তবে দর্শক ভর্তি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সচিব মুবাশির উসমানি। তিনি বলেন, ‘আইপিএল নিয়ে আরব আমিরাতে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা মাঠে গিয়ে খেলা দেখতে চায়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছি। দর্শক ভর্তি মাঠে ম্যাচ আয়োজন করা যায় কি-না, সেই চেষ্টায় আছি আমরা।’
করোনার কারণে নির্ধারিত ২৯ মার্চ শুরু হতে পারেনি এ টুর্নামেন্ট। এবার অনেক বিধি-নিষেধের মধ্যে শুরু হবে আইপিএল। তবে মরুর দেশে আসন্ন আইপিএল বসছে, এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এজন্য মাঠে দর্শকদের প্রবেশের চেষ্টায় আছে ইসিবি।
মুবাশির, ‘আমরা চাইছি, মাঠে যেন দর্শক আসে। কিন্তু ‘কর্তৃপক্ষ’ থেকে এখনও অনুমতি আসেনি। আমাদের এখানে প্রচুর প্রবাসী আছেন, এশিয়ার মানুষ আছেন। তা ছাড়া আমাদের এখানকার স্থানীয়রাও খেলাধুলা খুব ভালবাসেন। আমরা চাইব, তারা যেন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পান।’
তিনি আরও বলেন, ‘আমাদের কি-কি নিয়ম মেনে চলতে হবে, এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এর মধ্যে মাঠে দর্শক প্রবেশের ব্যাপারও আছে। অনুমতি পেয়ে গেলে আমরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে আলোচনায় বসব। জানতে চাইব, দর্শকদের নিয়ে বিসিসিআই’র পরিকল্পনা কি, তারা কত সংখ্যক দর্শক মাঠে চায়।’
সফল একটি আইপিএল আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুবাশির। তিনি বলেন, ‘আমরাই আইপিএল শুরুর জন্য মুখিয়ে আছি। ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য আমাদের বোর্ডে অভিজ্ঞ একটি দল আছে। শক্তিশালী ক্রিকেট প্রশাসনের বংশধর তারা। যারা লজিস্টিক ও আয়োজকদের সাথে নিবিড়ভাবে কাজ করবে। আমরা একটি সফল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।’
আইপিএলের কারণে ইতোমধ্যে মরুর দেশে দেশে পৌছে গিয়েছে বেশক’টি দল। তবে সকল দল-খেলোয়াড়, আইপিএলের সাথে জড়িত সকলকে বেশ কিছু কড়া নির্দেশিকা মানতে হবে বলে জানান মুবাশির, ‘সংযুক্ত আরব আমির শাহির নিজস্ব একটা নিভৃতবাস নির্দেশিকা আছে। যেটা কর্তৃপক্ষ ও তাদের বিশেষজ্ঞরা তৈরি করছে। যা পুরোপুরিভাবে মেনে চলতে হবে সকলকে। যারা পরিবহন এবং দলগুলোর যাতায়াতের কাজ দেখবে, তাদেরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে আমরা বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আরও আলোচনা করবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]