করোনার কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও ২০২১ সালে ভারতের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে ওই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সূচি থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়েছে। চলতি বছরের স্থগিতকৃত বিশ্বকাপটি ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হবে। এর আগে ২০২১ সালের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আরও একটি বিশ্বকাপ।
ওই বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যার জন্য ইতোমধ্যে মৌখিকভাবে সম্মতি দিয়েছে ক্রিকেট বোর্ডগুলো। টুর্নামেন্টের ভেন্যু ও সময়সূচি পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আবদুল্লাহিমজাই।
তিনি বলেন, ‘এই সিরিজটি বিশ্বকাপের আগে ভারতে অনুষ্ঠিত হবে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হবে।’
করোনার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজটি নিশ্চিত করার প্রত্যাশা করছেন আফগানিস্তানের প্রধান নির্বাচক অ্যান্ডি মোলস। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]