পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মালান-জর্ডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ১৯ আগস্ট ২০২০
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন মালান-জর্ডান

ফাইল ফটো

সফররত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত টি-টোয়েন্টি দলে ফিরেছেন দাউদ মালান ও ক্রিস জর্ডান।

১৪ সদস্যের স্কোয়াডের বাইরে আরও তিনজনকে স্ট্যান্ডবাই রেখেছে ইসিবি। মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসিবি এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৮ আগস্ট মাঠে নামবে ইয়ান মরগানের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। 

টি-টোয়েন্টি সিসরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডের যুক্ত হওয়া দাউদ মালান ও ক্রিস জর্ডান ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারেননি।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াড
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যানটন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, দাউদ মালান, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।

স্ট্যান্ডবাই তিনজন
প্যাট ব্রাউন, লিয়াম লিভিংস্টোন ও রিস টপলি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

ড্র’তেই মিমাংসা হলো ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

ড্র’তেই মিমাংসা হলো ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

ইংল্যান্ড পাকিস্তানের কাছে ঋণী : আকরাম

ইংল্যান্ড পাকিস্তানের কাছে ঋণী : আকরাম

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের