ফিক্সিং করে নিষিদ্ধ হলেন শাহজাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ০১ মার্চ ২০১৮
ফিক্সিং করে নিষিদ্ধ হলেন শাহজাব

পাকিস্তানের একটি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল দেশটির ক্রিকেটার শাহজাব হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ ও এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছেন।

পাকিস্তান সুপাার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গত আসরের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তের অংশ হিসেবে দেশটির পঞ্চম খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন করাচি কিংসের সাবেক এ খেলোয়াড়।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলা ২৭ বছর বয়সী এ ক্রিকেটার তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দুর্নীতি বিরোধী আচরণ বিধি ভঙের অভিযোগ প্রমাণিত হওয়ায় খালিদ লতিফ ও শারজিল খান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে যথাসময়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইরফান এক বছর ও মোহাম্মদ নওয়াজ দুই মাসের জন্য নিষিদ্ধাদেশ কাটিয়েছেন। এছাড়া নাসির জামশেদের বিপক্ষে একটি মামলা চলমান রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

‘ক্ষুধার্ত’ কোহলি আরও চান

‘ক্ষুধার্ত’ কোহলি আরও চান

পিএসএল শেষ লিনের, চিন্তায় কলকাতাও

পিএসএল শেষ লিনের, চিন্তায় কলকাতাও

দেশ বড়, পিএসএল নয় : গেইল

দেশ বড়, পিএসএল নয় : গেইল