আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৫ আগস্ট ২০২০
আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে জাতীয় দলের সূচি থাকায় স্মিথ-ওয়ার্নারসহ অস্ট্রেলিয়ার ১২ খেলোয়াড়কে দেখা যাবে না আইপিএলের শুরুতে।

ইংল্যান্ড সফরের জন্য শুক্রবার (১৪ আগস্ট) সূচি ও ২১ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী ৪ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। আর আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজ শেষ হওয়া ও আইপিএল শুরুর মাঝে মাত্র দু’দিনের বিরতি। কিন্তু করোনাভাইরাসের কারণে বাধ্যতামূলক নিয়ম হচ্ছে, এক দেশ থেকে অন্য দেশের ভ্রমণে বা সফরে খেলোয়াড়দের অন্তত ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দু’বার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ আসলেই দলের সাথে যোগ দিতে পারবেন খেলোয়াড়রা।

তাই ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। করোনা নিয়ে আইপিএলের নিয়ম হচ্ছে সাত দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে, প্রত্যক খেলোয়াড়কে তিনবার করোনা পরীক্ষা করা হবে।

কোয়ারেন্টাইন চলাকালিন প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে পরীক্ষা করা হবে। যদি তিনটি পরীক্ষাই ‘নেগেটিভ’ আসে তবে, দলের সাথে যোগ দিতে পারবেন খেলোয়াড়রা। নয়তো, তাকে কোয়ারেন্টাইনে চিকিৎসায় থাকতে হবে। এছাড়াও প্রত্যক সপ্তাহের পঞ্চম দিন টুর্নামেন্টের সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে।

তাই ইংল্যান্ড থেকে আরব আমিরাতে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকলে আইপিএলের শুরু থেকে মাঠে নামতে পারবেন না ফিঞ্চ-ওয়ার্নার-স্মিথরা। স্মিথ-ওয়ার্নার ছাড়া আর বাকি ১০ জন হলেন, অ্যারন ফিঞ্চ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স), গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব), মিচেল মার্শ (সানরাইজার্স হায়দারাবাদ), জস ফিলিপ-কেন রিচার্ডসন (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), অ্যালেক্স ক্যারি ও মার্কাস স্টোয়নিস (দিল্লি ক্যাপিটালস), জশ হ্যাজলউড (চেন্নাই সুপার কিংস) ও অ্যান্ড্রু টাই (রাজস্থান রয়্যালস)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

শ্রীলঙ্কায় লম্বা সফর টিম ওয়ার্ক হিসেবে কাজ করবে : সৌম্য

শ্রীলঙ্কায় লম্বা সফর টিম ওয়ার্ক হিসেবে কাজ করবে : সৌম্য

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ

৩৯১১ দিন পর টেস্ট একাদশে ফাওয়াদ আলম

৩৯১১ দিন পর টেস্ট একাদশে ফাওয়াদ আলম