চলতি বছরের ২৮ আগস্ট থেকে মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আরেক দফা পিছিয়ে গেল উদ্বোধনী আসরটি। শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের নিয়ে বিপাকে পড়তে হবে বলে টুর্নামেন্টটি পিছিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা।
শ্রীলঙ্কার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা আমাদের জানিয়েছে আমাদের দেশে কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই আগস্টের শেষ দিকে টুর্নামেন্ট আয়োজন করা সমস্যা হবে। আইপিএলের পর নভেম্বরের মাঝামাঝিতে আয়োজনের পরিকল্পনা করছি।’
২২ দিনের ওই টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে দেশের চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলের নামগুলো হবে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুল্লা ও জাফনা শহরগুলোর নাম অনুসারে। এসএলসি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে ৭০ জন আন্তর্জাতিক খেলোয়াড় ও ১০ জন হাই-প্রোফাইল কোচ আগ্রহ প্রকাশ করেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]