দেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ইনজুরির কারণে আসন্ন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাথুজ।
গেলো জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ম্যাথুজ। যে কারণে সিরিজে আর খেলা হয়নি তার। এরপর এমনকি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি ম্যাথুজ। নিদহাস ট্রফিতে আংশ গ্রহণ আশা করা হয়েছিল হয়েছিলো। কিন্তু শ্রীলঙ্কার ম্যানেজমেন্টের আশায় গুড়ে বালি।
আসন্ন সিরিজ থেকে ম্যাথুজের ছিটকে পড়াটা আজই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। একটি সূত্র জানায়, ‘ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি ম্যাথুজ। চিকিৎসকদের সাথে আলাপে ভালো ইঙ্গিত পাওয়া যায়নি। নিদাহাস ট্রফিতে তিনি খেলতে পারবেন না।’
বাংলাদেশ সফরের শুরুতেই ম্যাথুজ ছিটকে পড়ায় শ্রীলঙ্কার দলের অধিনায়কত্ব করেছিলেন দিনেশ চান্ডিমাল। তাই আসন্ন সিরিজেও চান্ডিমালের দায়িত্ব পালন করার সম্ভাবনা অনেক বেশি।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শ্রীলংকা-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ। ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা-ভারত ও বাংলাদেশ।