ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কারণে আইপিএলের টাইটেল স্পন্সর থেকে সরে গিয়েছে চীনের মোবাইল প্রস্তুত সংস্থা ভিভো। ভিভো সরে যাওয়ায় নতুন টাইটেল স্পন্সর পেতে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইকনোমিক টাইমসের মতে, আইপিএলের টাইটেল স্পন্সর হতে আগ্রহী যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা ইকনোমিক টাইমসকে জানিয়েছেন, ‘এই বছর আইপিএল টাইটেল স্পনসরশিপ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। কারণ আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে গ্লোবাল মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে চাইছি।’
ভিভো সরে যাওয়ার পর আইপিএলের টাইটেল স্পনশরশিপের দৌড়ে পতঞ্জলি ছাড়াও রয়েছেন জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, ড্রিম১১ এবং বাইজু’র মতো সংস্থাগুলো। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে, আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সরে যাওয়াকে আর্থিক সঙ্কট হিসেবে দেখা মোটেও ঠিক হবে না।
ভিভো সরে যাওয়ার বিষয়ে সৌরভ বলেন, ‘এর জন্য কোনও আর্থিক সঙ্কট তৈরি হয়নি। পেশাগতভাবে এই ধরনের ঘটনা সামলানোর জন্য আমরা যথেষ্ট প্রস্তুত। আমাদের কাছে সব পথ খোলা আছে। প্ল্যান এ এবং প্ল্যান বি আমরা সব সময় রেডি রাখি। যে কোনও বুদ্ধিসম্পন্ন মানুষ, বড় ব্র্যান্ড, কর্পোরেট সংস্থা তাই করে।’
তিনি আরও বলেছিলেন, ‘বিসিসিআই অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। এর খেলা, এর খেলোয়াড় এবং এর প্রশাসক দীর্ঘদিন ধরেই বিসিসিআইকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলেছেন। তার জন্য এই ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। ভারতের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজন করবে ভারত। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]