দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ০৯ আগস্ট ২০২০
দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

চলমান টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী পাকিস্তান। শুধুমাত্র টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ায় শুরুতে দলের সাথে ইংল্যান্ড যাননি শোয়েব মালিক।। আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ আগস্ট থেকে। তাই আগেভাগে ইংল্যান্ডে যেতে আগ্রহী ছিলেন না মালিক।

আর পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছায় জুনের শেষের দিকে। আগেভাগে ইংল্যান্ড না গিয়ে পরিবারের সাথে সময় কাটিয়েছেন মালিক। তবে এবার মালিকের ইংল্যান্ডে যাওয়ার ঘন্টা বেঁজেছে।

১৫ আগস্ট মালিককে ইংল্যান্ডে পাঠাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তার আগে মালিককে দু’বার করোনা পরীক্ষা দিতে হবে। সেই দু’টি পরীক্ষায় নেগেটিভ আসলেই ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পাবেন মালিক, এমনটাই জানিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘১৫ আগস্টে মালিককে সাউথ্যাম্পটনে পাঠাতে চাইছে পিসিবি। তবে তার আগে প্রোটোকল অনুসারে তাকে দু’টি করোনা পরীক্ষা দিতে হবে। সেই রিপোর্টগুলো নেগেটিভ আসলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন মালিক।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ আগস্ট। পরের দুই ম্যাচ হবে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর। ব্রিটিশ সরকারের অনুমতি না থাকায় টেস্টের মতো টি-টোয়েন্টি ম্যাচগুলোও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

নারীদের ওয়ানডে বিশ্বকাপও স্থগিত

নারীদের ওয়ানডে বিশ্বকাপও স্থগিত

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

ভারত সফরে আসছে না ইংল্যান্ড

ভারত সফরে আসছে না ইংল্যান্ড