প্রাণঘাতি করোনাভাইরাস আন্তর্জাতিক ক্রিকেট সূচি এলোমেলো করে দিয়েছে। শুধু আন্তর্জাতিক সিরিজ নয়, করোনার কারণে বাতিল হয়েছে চলতি বছরের অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও।
বাতিল হওয়ার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন করে সূচি নির্ধারণ করেছে আইসিসি। সূচি অনুযায়ী দুই বছরের জন্য পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ।
করোনার কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হওয়ায় এখন সেটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে। অন্যদিকে ২০২১ সালের টি-টোয়েন্টে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে টিকে রয়েছে ভারত।
শুক্রবার (৭ আগস্ট) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায়, ২০২১ সালে ভারতের মাটিতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা সেটির কোন পরিবর্তন হচ্ছে না। তবে দুই বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে করোনার কারণে স্থগিত হওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এদিকে এই দুই বিশ্বকাপ ছাড়াও আরও একটি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। সেটি হলো ২০২১ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপ। করোনার কারণে সেটিও নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।
নিউজিল্যান্ডে নারীদের ২০২১ ওয়ানডে বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে আসরটি ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে নেওয়া হয়েছে।
করোনার কারণে চলতি বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাতিল হওয়ায় আগামী বছর থেকে টানা তিন বছর বিশ্বকাপ দেখবে ক্রিকেট বিশ্ব। ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]