দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর না খেলার সিদ্বান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ’হাতি পেসার মিচেল স্টার্ক। কিন্তু করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে গিয়েছে। তাই এ বছর বিশ্বকাপ বা আইপিএল কোনটাই খেলা হচ্ছে না স্টার্কের।
তবে নিজের সিদ্ধান্ত বদলালে সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরে শুরু হওয়া আইপিএল খেলার সুযোগ পাবেন স্টার্ক। কিন্তু সিদ্ধান্ত বদলাবেন না তিনি। আইপিএল চলাকালিন পরিবারের সাথেই ও নিজের ফিটনেস নিয়েই সময় কাটাবেন এই পেসার। তবে আইপিএল খেলতে না পারার জন্য কোন আক্ষেপ নেই স্টার্কের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন, ‘আমি জানি আইপিএল দারুণ একটি টুর্নামেন্ট। পুরো বিশ্ব জুড়েই এই টুর্নামেন্ট জনপ্রিয়। সকলেই এই টুর্নামেন্টে খেলতে চান। আমি আইপিএলকে পছন্দ করি। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না তবে আইপিএল হবে। কিন্তু আমি আমার ভাবনা বদলায়নি। এতে আমার কোন আক্ষেপ নেই। সতীর্থরা যখন আইপিএল খেলবে, আমি তখন গ্রীষ্মের জন্য নিজেকে প্রস্তুত করবো। পরিবারকেও সময় দেওয়ার সুযোগ পাবো। যা হবে তাতেই আমি খুশি।’
আগামী বছর আইপিএল হলে আর কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে খেলবেন বলে জানান স্টার্ক। তিনি বলেন, ‘আগামী বছরও আইপিএল হবে। আমার প্রতি যদি কোন দল আগ্রহ প্রকাশ করে আর আমার যদি খেলার ইচ্ছা হয় তবে আমি বিবেচনা করবো। তবে এ বছরের জন্য নিজের সিদ্ধান্তে আমি তৃপ্ত।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন স্টার্ক। ২০১৮ সালের আইপিএলে প্রায় সাড়ে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল তাকে। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে সরিয়ে নেন স্টার্ক।
২০১৪ ও ২০১৫ সালে আইপিএল খেলেছিলেন স্টার্ক। দু’বারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরায় খুশি স্টার্ক। তবে বিশ্বকাপটি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ তিনি। তারপরও যা হয়েছে, সঠিকটিই হয়েছে বলে জানান স্টার্ক।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। দেখে ভালো লাগছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করা যেতো, তবে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতো। যা হয়েছে, ভালো হয়েছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]