দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

ফাইল ফটো

মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস টি-টোয়েন্টি ত্রিদেশীয় ট্রফিতে ভালো খেলার ধারাবাহিকতা ফিরিয়ে আনতে চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। তিনি বলেছেন, ‘যদি আমরা ধারাবাহিকতা পেয়ে যাই, তবে আমাদের জন্যই ভালো হবে। ধারাবাহিকতা ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এই ধারাবাহিকতার উপর জোড় দেব।’

নিদাহাস ট্রফি সামনে রেখে ওয়ালশের অধীনে চলছে জাতীয় দলের ক্যাম্প। প্রিমিয়ার লিগের খেলা না থাকায় স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেন হেড কোচ কোর্টনি ওয়ালশের ক্যাম্পে।

দায়িত্ব নেয়ার পর ওয়ালশ বলেন, ‘ঘরের মাঠে বাজে খেলার পর ঘুরে দাঁড়ানোটা চ্যালেঞ্জিং। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। সম্প্রতি খেলা সিরিজে বোলাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তাদের নিয়ে আমাদের যা প্রত্যাশা ছিল, তাও পূরণ হয়নি। তাই ক্যাম্পে বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটাররা সেরাটা দিয়ে খেলতে পারেনি। এখান থেকে ঘুরে দাঁড়ানোটাও বেশ চ্যালেঞ্জিং। তারপরও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।’

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দ্বায়িত্ব পাবার পর ওয়ালশ বলেন, ‘এটি একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব। গত কয়েকটি সিরিজ আমরা ছিলাম প্রধান কোচবিহীন। আমাকে এই কাজটি করার জন্য বলা হয়েছে। অনেক বেশি আলোচনার কিছু ছিল না। আমি এখানে আছি। বাংলাদেশ ক্রিকেটের সেরাটার জন্য চেষ্টা করে যাব।’

কাজটাকে কেবলই পেশাদারিত্বের মোড়কে রাখতে চান না এ ক্যারিবিয়ান। জাতীয় দলের কোচের ভূমিকা হওয়া দরকার পিতার মতো বলে মনে করেন তিনি, ‘তাদের আত্মবিশ্বাস যোগানোর জন্য ভূমিকাটা হওয়া দরকার পিতার মতো। আমাদের বিষয়টি নিশ্চিত করতে হবে যে, অফফর্ম থেকে বেরিয়ে আসতে সবাই অতিরিক্ত কাজ করতে প্রস্তত। সবাইকে এটাই ভাবতে শেখাতে হবে যে, তাদের দলের জন্য ভূমিকা রাখতে হবে। যাতে তারা দলের জন্য খেলে এবং দলের চাহিদা পূরণ করে। আর এটাই হবে আমার নীতি।’

শ্রীলঙ্কায় আসন্ন নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে চোটে পড়া সাকিব আল হাসানকে রাখা হয়েছে। তবে তার প্রথম ম্যাচে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিটি শুরু হচ্ছে আগামী ৬ মার্চ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ৮ মার্চ।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি