আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যা কি-না আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। কিন্তু করোনার কারণে তা স্থগিত করতে বাধ্য হয় দুই দেশের ক্রিকেট বোর্ড।
তবে স্থগিত হওয়া সিরিজটি আবার আয়োজনের জন্য ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সূচি চূড়ান্ত হলে তিন ম্যঅচের টেস্ট সিরিজের সাথে টি-টোয়েন্টি ম্যাচ রাখার পরিকল্পনাও করছে তারা। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘সময়সূচি নিয়ে বিসিবি ও এসএলসি’র মাঝে আলোচনা চলছে। আশা করছি দ্রুতই সূচি চূড়ান্ত হয়ে যাবে। শুরুতে শুধু টেস্ট খেলার কথা থাকলেও এখন টি-টোয়েন্টির যোগ করার কথাও ভাবা হচ্ছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আমরা সে বিষয়টিকে (টি-টোয়েন্টি) আলোচনায় অন্তর্ভুক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘সফরটি সেপ্টেম্বর-অক্টোবর কিংবা অক্টোবর-ডিসেম্বরে হতে পারে। এছাড়া ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের শর্তও শীতিল হতে পারে। আমরা এ নিয়ে কাজ করছি। সূচি চূড়ান্ত হওয়ার আগে অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা সেখানে যাওয়ার আগে ও সেখানে গিয়ে করোনা টেস্ট করাবো। আশা করছি ৬ ঘন্টার মাঝে আমরা ফলাফল পাবো।’
কোয়ারেন্টাইনের শর্ত শীতিল হলেও ১৪ দিন পূরণ না হলে লঙ্কান ক্রিকেটারদের সংস্পর্শে যেতে পারবেন না মুশফিক-তামিমরা। তবে অনুশীলনের সব সুযোগ গ্রহণ করতে পারবে তারা। সেই সাথে ম্যাচ খেলার ঘাটতি পূরণ করতে এইচপি দল পাঠাতে চায় বিসিবি।
আকরাম খান বলেন, ‘১৪ দিন কোয়ারেন্টাইনের শর্ত পূরণ না হলে লঙ্কান ক্রিকেটারদের সংস্পর্শে যেতে দেওয়া হবে না ক্রিকেটারদের। তবে কোয়ারেন্টাইনে থাকা অবস্থা তাদের সকল অনুশীলনের সুযোগ-সুবিধা নিতে পারবো। আমাদের এইচপি দল যদি একই সেখানে থাকে তাহলে আমরা ম্যাচ খেলতে পারব। আমরা সেভাবেই চিন্তা করছি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]