ঘরোয়া ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই খেতাব ইতোমধ্যে পেয়েছে আইপিএল। এবার আইপিএলকে সেরা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
নিজ দেশের এক ইউটিউব লাইভে নিজ দেশের পাকিস্তান সুপার লিগ ও আইপিএলের তুলনা নিয়ে আলোচনা হলে আকরাম বলেন, ‘আইপিএল ও পিএসএলের মধ্যে তফাত অনেক। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সকলের কাছে জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এখানে বিশ্বের সব খেলোয়াড়রা খেলতে মুখিয়ে থাকে।’
আর্থিকভাবে ও আয়োজকদের পরিকল্পনা মতো আয়োজন হওয়ায় আইপিএল সকলের কাছে জনপ্রিয় বলে জানান আকরাম, ‘আইপিএল একজন খেলোয়াড়কে কিনতে ৬০ থেকে ৮০ কোটি রুপি (ভারতীয় মুদ্রায়) খরচ হয়। যা পিএসএলের চেয়েও দ্বিগুণ-তিনগুণ।’
‘আইপিএলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় তা বিশ্বের অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়েও অনেক এগিয়ে। এছাড়া আয়োজকরাও সুষ্ঠু ও সুন্দরভাবে আইপিএল আয়োজন করে থাকে। যা অন্য টুর্নামেন্টগুলোতে খুব বেশি দেখা যায় না।’
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবে দু’মৌসুম কাজ করেছেন আকরাম। ওই সময় কলকাতায় খেলেছেনও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]