চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে।
করোনার কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এশিয়া কাপ স্থগিত হওয়ায় ফাঁকা পড়ে আছে টুর্নামেন্ট দুটির উইন্ডো। আর তাতেই আইপিএল আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের জন্য ইতোমধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অফিসিয়ালি চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের কাছ থেকে পাওয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। তবে আইপিএল ইস্যুতে ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে আরব আমিরাত।
মরুদেশে আইপিএলে অংশগ্রহণের জন্য দলগুলোকে ২০ আগস্টের মধ্যে আরব আমিরাতে পৌঁছাতে হবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সবার আগে মরুর দেশে পৌঁছাবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। আগস্টের দ্বিতীয় সপ্তাহে মরুর দেশে পৌঁছাবে ধোনির দল।
আইপিএলের ১২তম আসরে রানার্সআপ হয়েছিল চেন্নাই। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল চেন্নাই। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে চেন্নাই। যেখানে তিনবারই ধোনির নেতৃত্বে।
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতের সাবেক অধিনায়ক ধোনি। আইপিএল দিয়ে তাকে আবারও প্রমাণ করতে হবে জাতীয় দলে ফেরার সক্ষমতা এখনও আছে তার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]