করোনার কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এশিয়া কাপ স্থগিত হওয়ায় ফাঁকা পড়ে আছে টুর্নামেন্ট দুটির উইন্ডো। আর এই আন্তর্জাতিক কোন দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় স্থগিত হওয়া সিরিজগুলোর সূচি পুননির্ধারণে মনোযোগ দিয়েছে বোর্ডগুলো।
তবে দ্বিপাক্ষিক সিরিজে ফেরার আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে ২৮ আগস্ট আর শেষ হবে ২০ সেপ্টেম্বর।
২২ দিনের ওই টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলের নামগুলো হবে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুল্লা ও জাফনা শহরগুলোর নাম অনুসারে। এসএলসি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে ৭০ জন আন্তর্জাতিক খেলোয়াড় ও ১০ জন হাই-প্রোফাইল কোচ আগ্রহ প্রকাশ করেছে।
টুর্নামেন্টের সময়সীমা নির্ধারণসহ শুরুর ও শেষের তারিখ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত খেলার সূচি প্রকাশ করা হয়নি। তবে এসএলসি জানিয়েছে,খুব শিগগিরই টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]