অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের আইপিএল খেলতে অনুমতি পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও।
১৯ সেপ্টেম্বরে থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। আকর্ষনীয় এ টুর্নামেন্টে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনাপত্তি পত্র দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
আইপিএলের ১৩তম আসরে দক্ষিণ আফ্রিকা থেকে দশ ক্রিকেটার অংশ নিবে। ক্রিকেটাররা হলেন, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ক্রিস মরিস, কুইন্টন ডি কক, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, হার্দাস ভিলিওয়েন ও ডেভিড মিলার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার ককেটসো গাওফেতোগে এনি নিউজকে বলেন, ‘আইপিএল উপলক্ষে ক্রিকেটারদের অবশ্যই অনাপত্তিপত্র দিবে ক্রিকেট বোর্ড।’
আইপিএলে খেলতে নিজ দেশের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও। তবে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোন সমস্যা হলে তার দায় ভার নিবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, তা স্পষ্ট জানানো হয়েছে। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের জন্য এমন কোন শর্ত জুড়ে দেয়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]