চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আসরে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের খেলার জন্য অনাপত্তি পত্র দেবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে অনাপত্তি পত্র দিলেও, করোনার সংক্রমণের মধ্যে স্বাস্থ্যগত কোন সমস্যা হলে তার তারা নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)।
আইপিএলে ১৩তম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন , অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জােেবর হয়ে, পেসার লোকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।
এই ছয় ক্রিকেটারের আইপিএলে খেলার ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের অনাপত্তি পত্র দেবে। তবে আইপিএলে খেলার সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে।’
রিচার্ড বুক আরও বলেন, ‘আমরা সব কিছু বিচার-বিবেচনা করেই খেলোয়াড়দের অনাপত্তি পত্র দেব। তবে সতর্ক থাকার দায়িত্ব পুরোপুরিই খেলোয়াড়দের। আমরা কোন দায় নেব না। এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করবো। তাদের সবকিছু জানানো হবে।’
১৯ সেপ্টেম্বর আইপিএলের ১৩তম আসরটি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে হওয়া নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন মনে করেন না ওই মুখপাত্র, ‘আইপিএল আয়োজন নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কোনো মতামত থাকার কথা নয়। এ ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত। কারণ এটি তাদের টুর্নামেন্ট। আর এবার আইপিএলে খেলার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে।’
অস্ট্রেলিয়ায় অক্টোবরে-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত করে দেয় আইসিসি। তাতে আইপিএল আয়োজনের জন্য সুযোগ পেয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]