আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত, চলবে ৫১ দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৫ জুলাই ২০২০
আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত, চলবে ৫১ দিন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের সব কিছুই চূড়ান্ত করেছে বিসিসিআই, যার আনুষ্ঠানিক ঘোষণা বাকি মাত্র।

ভারতে করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। যার দিনক্ষণও চূড়ান্ত করেছে বলে দাবি সংবাদমাধ্যমগুলোর। সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর।

করোনার কারণে ইতোমধ্যে পিছিয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে একই কারণে পিছিয়েছে এশিয়া কাপ। বড় দুটি ইভেন্ট বাতিল হয়ে যাওয়ার আইপিএল আয়োজনে বড়সড় ফাঁকা উইন্ডো পাচ্ছে বিসিসিআই। ৫১ দিনের দীর্ঘ টুর্নামেন্টে মাঠে গড়াবে ৬০টি ম্যাচ। যে ম্যাচগুলো আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে তিনটি ভেন্যু। ভেন্যুগুলো হলো শারজাহ, আবু ধাবি ও দুবাই।

১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হলেও আগস্টের ২০ তারিখের মাঝে আরব আমিরাতে পৌঁছাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনের জন্য ৪ সপ্তাহ সময় পাবে দলগুলো। আসছে সপ্তাহে বৈঠক শেষে এ সব কিছুর আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিসিসিআই। এমন তথ্যই দিয়েছেন বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা।

৮ নভেম্বর ফাইনাল খেলেই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় যাতে পান কোহলিরা, সেটি মাথায় রেখেই আইপিএল সূচি ঠিক করেছে বিসিসিআই। ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট লড়াই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন নিয়মের সবকিছুই পেসারদের বিপক্ষে : তাসকিন

নতুন নিয়মের সবকিছুই পেসারদের বিপক্ষে : তাসকিন

বিশ্বকাপ নরকে যাক, আইপিএল হতেই হবে : শোয়েব

বিশ্বকাপ নরকে যাক, আইপিএল হতেই হবে : শোয়েব

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় এইচপি দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ভাবছে বাংলাদেশ

ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক

ডি ভিলিয়ার্সের দলে ফেরা নিয়ে মুখ খুললেন ডি কক