ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

পাকিস্তান ‍সুপার লিগে (পিএসএল) পুরনো ছন্দে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। তবে দুর্ভাগ্য হলো নিজে ছন্দে ফিরলেন তার দল লাহোর কালান্দার্স দেখা পেল টানা তিনটি হারের। সোমবার রাতে করাচি কিংসের বিপক্ষে ২৭ রানে হেরে গেছে মোস্তাফিজদের দল। এর হারে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত হলো ছন্দে ফেরা কাটার মাস্টারের দল।

ছন্দে থাকা মোস্তাফিজ ৪ ওভার বল করে ইউকেট নিয়েছে ১টি। তবে রান খরচ করেছেন মাত্র ২২। তার সঙ্গে সুনিল নারিন (২/১৮) ও ইয়াসির শাহর (২/২৫) নিয়ন্ত্রিত বোলিংয়ে করাচি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৫৯ রান। তবে জবাবে শহীদ আফ্রিদি (৩/১৯) ও উসমান খানের (৩/২৬) অসাধারণ বোলিংয়ে ১৮.৩ ওভারে লাহোর অলআউট হয় ১৩২ রানে।

ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মোস্তাফিজ। পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। উইকেট নেওয়ার সঙ্গে প্রথম ওভার মেডেনে শেষ করেন বাংলাদেশি এ পেসার। তার সঙ্গে ইয়াসির ও নারিনের ঘূর্ণিতে করাচির সর্বোচ্চ ৫০ রান করেন রবি বোপারা। ৩৪ বলের হার না মানা ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ২ চার ও ২ ছক্কায়।

এর আগে ওপেনিংয়ে নেমে ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন জো ডেনলি। আর মাঝে কলিন ইনগ্রামের ২৮ ও শেষ দিকে মোহাম্মদ ইরফানের ১৬ রানের ইনিংসে ১৫৯ রানে শেষ হয় করাচির ইনিংস।

জবাবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছাড়া লাহোরের আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ৩০ বলে করেন ৪৪ রান। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাহোরকে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

দ্বিতীয় হারের স্বাদ পেল তামিমের পেশোয়ার

দ্বিতীয় হারের স্বাদ পেল তামিমের পেশোয়ার

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা