আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি স্লাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ২৩ জুলাই ২০২০
আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি স্লাম

দ্বিতীয় বছরের মত স্থগিত হয়ে গেল ইউরো টি-টোয়েন্টি স্লাম ক্রিকেট টুর্নামেন্ট। করোনা ভাইরাসের কারণে এবার এই টুর্নামেন্টের আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা। শুরুর আগেই দুইবার স্থগিত হলো টুর্নামেন্টটি।

স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের ছয়টি শহরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট শুরুর কথা ছিল ২০১৯ সালে। কিন্তু শুরুর ঠিক আগ মুহূর্তে সেটি স্থগিত হয়ে যায়। ওই আসরে অংশগ্রহণের কথা ছিল টি-টোয়েন্টি তারকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ও পাকিস্তানি অল রাউন্ডার শহিদ আফ্রিদি।

আয়োজকরা জানায়, সাম্প্রতিক সময়ে এই বছর টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে তারকা সমৃদ্ধ করার আশা জাগাচ্ছিল। কিন্তু এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছে, কোভিড-১৯ এর প্রভাব পড়েছে তাদের এই আয়োজনে। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে অনিশ্চয়তা অব্যাহত আছে। সমর্থক উপস্থিতি এবং কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা এই বছরের আয়োজনকে আরও বাধাগ্রস্থ করছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘মহামারি এবং বিভিন্ন কারণে আয়োজক কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২০ সালেও এই আসর শুরু করা সমুচিত হবে না।’

তবে আসরটি আয়োজনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বলেন, ‘তৃতীয়বারের মতো যদি প্রশ্ন করা হয়, আমরা এখনও এই টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী। কারণ ইউরোপীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের এই ধারণাটির কার্যকারিতা, উদ্দেশ্য ও আগ্রহের প্রতি অনেক বেশি আস্থাশীল। এটিকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শনিবার লন্ডনের বিমান ধরবেন তামিম

শনিবার লন্ডনের বিমান ধরবেন তামিম

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন