চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। আগের আসরের তুলনায় দুই সপ্তাহ আগেই শুরু হচ্ছে টুর্নামেন্টটি। যেখানে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
বুধবার (১৫ জুলাই) রাতে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাশাপাশি দশম আসরের পূর্নাঙ্গ সূচিও প্রকাশ করেছে সিএ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এও জানিয়েছে যে, করোনার কারণে সূচি পরিবর্তন হতে পারে।
There's more important things in the world than cricket right now, but here's how we'd love to see the summer of BBL unfold. Stay safe and healthy everyone! #BBL10 pic.twitter.com/yE3tKuAEGp
— KFC Big Bash League (@BBL) July 15, 2020
দশম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। ৩ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। এবারের বিগ ব্যাশে ৬১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও, নারীদের বিগ ব্যাশের পূর্নাঙ্গ সূচিও প্রকাশ করেছে সিএ। যা শুরু হবে ১৭ অক্টোবর।
এদিকে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে, এ বছর বিশ্বকাপ হবে না। যদি এমনটিই হয় তাহলে কেবলই স্থগিত ঘোষণা করা বাকি। এছাড়া ডিসেম্বরে ভারতের সাথে টেস্ট সিরিজ আয়োজনে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]