সিপিএল আয়োজনে অনুমতি পেল ত্রিনিদান অ্যান্ড টোবাগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ এএম, ১২ জুলাই ২০২০
সিপিএল আয়োজনে অনুমতি পেল ত্রিনিদান অ্যান্ড টোবাগো

করোনা পরবর্তী সময়ে প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সিপিএলের ২০২০ মৌসুম আয়োজনের জন্য স্বাগতিক হিসেবে অনুমতি পেয়েছে ত্রিনিদান অ্যান্ড টোবাগো। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সরকারের অনুমোদনের পাশাপাশি অনুমোদন পেয়েছে ত্রিনিদান অ্যান্ড টোবাগো স্থানীয় কর্তৃপক্ষের কাছে।

সিপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সমস্ত দল ও অফিসিয়ালদের একটি হোটেলে রাখা হবে এবং প্রত্যেকে দেশে প্রথম দুই সপ্তাহের জন্য পৃথক পৃথক প্রোটোকলে থাকবে। বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে দেশ ছাড়ার আগে করোনা পরীক্ষা করাতে হবে এবং আবার ত্রিনিদানে আসার পর পরীক্ষা করা হবে।’

তারা আরও বলেন, ‘যেখানে সামাজিক দুরত্বের প্রয়োজন সেখানে দল ও অফিসিয়ালদের পরিবারের মতো রাখা হবে। প্রতিটি পরিবারের ক্ষেত্রে কিছু ব্যবস্থা শিথিল করা যেতে পারে। তবে টুর্নামেন্ট চলাকালীন সেখানে যদি কারও মাঝে করোনার লক্ষণ প্রকাশ পায় তাহলে ওই গ্রুপের সকল সদস্যদের আলাদা করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।’

১৮ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের অষ্টম আসর। যেখানে টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়, অফিসিয়াল ও সংশ্লিষ্ট সকলের চারবার করোনা পরীক্ষা করা হবে। সব মিলিয়ে ৪১ দিন হিল্টন ত্রিনিদাদ হোটেলে থাকবেন খেলোয়াড়রা ও স্টাফরা। ধারণা করা হচ্ছে, সর্বমোট ২৫০ জন খেলোয়াড় ও স্টাফ হতে পারে।

এদিকে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্লেয়ার ড্রাফট সম্পন্ন করেছে সিপিএল কর্তৃপক্ষ। যেখানে দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেইলর ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকারা। এবারের সিপিএলে প্রথম ভারতীয় হিসেবে দল পেয়েছে প্রবীন থাম্বে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

হোল্ডার-গাব্রিয়েলের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

হোল্ডার-গাব্রিয়েলের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

ইংল্যান্ডের ওয়ানডে অনুশীলন দল ঘোষণা, দলে মঈন-বেয়ারস্টো

ইংল্যান্ডের ওয়ানডে অনুশীলন দল ঘোষণা, দলে মঈন-বেয়ারস্টো