চলতি বছরের মার্চে শ্রীলঙ্কায় শুরু হওয়া ঘরোয়া আসর টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টার ক্লাব করোনাভাইরাসের কারণে মাঝপথে স্থগিত করা হয়। এবার সেই স্থগিত হওয়া টুর্নামেন্ট দিয়েই আবারও ক্রিকেটকে মাঠে ফেরাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শ্রীলঙ্কায় ক্রিকেট শুরু হচ্ছে। স্থগিত হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টার ক্লাব আসর দিয়ে শ্রীলঙ্কায় মাঠে গড়াচ্ছে ক্রিকেট।
প্রাণঘাতি করোনায় ক্রিকেটার, অফিসিয়াল ও কর্মকর্তাদের সুরক্ষার কথা বিবেচনা করে দর্শকশূন্য মাঠে সুরক্ষাবলয় নিশ্চিত করেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে ইন্টার ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে এসএলসি। আমাদের দেশে এখন করোনাভাইরাস সংক্রমন অনেকাংশে কমে গেছে। তাই ক্রিকেট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি মাসে নিজেদের মাঠে বাংলাদেশ ও ভারতের বিপক্ষ সিরিজ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। তবে করোনাভাইরাসের কারণে দুটি সিরিজই স্থগিত করতে বাধ্য হয় এসএলসি।