এশিয়া কাপ বাতিল হয়েছে : সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ এএম, ০৯ জুলাই ২০২০
এশিয়া কাপ বাতিল হয়েছে : সৌরভ গাঙ্গুলি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঝুলে আছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারতের আইপিএল। এর মধ্যে ব্রেকিং নিউজ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানান, চলতি বছর আর এশিয়া কাপ হচ্ছে না, বাতিল হয়ে গিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারতকে নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর সূচি রয়েছে। তবে এশিয়া কাপে স্বাগতিক পাকিস্তান হওয়ায় দেশটিতে খেলতে যাবে না ভারত। ফলে অন্য কোন দেশের মাটিতেও অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছিল পকিস্তান।

বৃহস্পতিবার (৯ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বাতিল হওয়ার সংবাদ দিলেন বিসিসিআই সভাপতি।

নিজের ৪৯তম জন্মদিন (৮ জুলাই) উপলক্ষে ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সৌরভ গাঙ্গুলি। বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবার আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘দেখা যাক, কবে ওরা (আইসিসি) চূড়ান্ত ঘোষণা করে। তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এ মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

আইপিএল নিয়ে সৌরভ আরও বলেন, ‘শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলে মেলবোর্নকে ছাড়াই করতে পারে আইসিসি। বিশ্বকাপ হবে কি-না, তা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত। আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কি-না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই ফরম্যাটের এ টুর্নামেন্টির মূল আয়োজক পাকিস্তান থাকলেও ভারতের আপিত্তেতে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসাবে ধরা হয়েছিল।

এদিকে এশিয়া কাপ বাতিল হলে টাইগারদের মাঠে ফেরা আরও দীর্ঘ হয়ে যাবে। কারণ, বিশ্বকাপ নিয়ে এখনও শঙ্কা রয়েছে। এছাড়া আইপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের খেলার এবার সম্ভাবনা কম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

করোনাকে সহ্য করতে বললেন সৌরভ

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর