বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় শঙ্কা তৈরি হয়েছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়েও। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ১৮ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে সিপিএলের ষষ্ঠ আসর। ছয় দলের এ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত করা হয়েছে খেলোয়াড়দের স্কোয়াড। যেখানে প্রথমবারের মতো ভারতের একজন খেলোয়াড় যুক্ত হলেও নেই কোন বাংলাদেশি ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৮ আগস্ট শুরু হয়ে এ প্রিমিয়ার লিগ শেষ হবে ১০ সেপ্টেম্বর। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার একটি মাত্র স্টেডিয়ামে টুর্নামেন্টের সকল ম্যাচ আয়েজনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।
দেশটির ত্রিনিদান অ্যান্ড টোবাগো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিপিএলের সকল ম্যাচ। একই সঙ্গে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার (৬ জুন) ছয় দলের স্কোয়াড প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ।
ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফট থেকে দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেইলর প্রবীণ থাম্বের মতো ক্রিকেটাররা। এছাড়া প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছে ৪৮ বছর বয়সী প্রবীন থাম্বে।
এদিকে সিপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় থাকায় এবারের আসরে থাকছেন না। এছাড়া ড্রাফটে ১৮ বাংলাদেশির নাম থাকলেও দল পাননি কেউ। ফলে এবারের সিপিএলের কোন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাচ্ছে না।
এছাড়া ড্রাফটের আগেই ব্যক্তিগত কারণে এবারের সিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। ফলে এবারের সিপিএলের গেইলকেও পাচ্ছে না দর্শক।
ড্রাফট শেষে সিপিএলের ৬ দলের স্কোয়াড
জ্যামাইকা তালাওয়াস
আন্দ্রে রাসেল, স্বন্দ্বীপ লামিচানে, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাককার্থি, নিকোলাস কার্টন, জেভর রয়াল, রুমাহ বোনার, কার্লোস ব্র্যাথওয়েট, রভম্যান পাওয়েল, তাব্রাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশানে থমাস, ভেরাসামি পেরমল ও রায়ান পারসদ।
সেন্ট লুসিয়া জুকস
ড্যারেন স্যামি (অধিনায়ক), রাইলি রুশো, ওবেদ ম্যাককয়, রাখিম কর্নওয়াল, মার্ক দেয়াল, নুর আহমেদ, কিমানি মেলিয়াস, মোহাম্মদ নবি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, অ্যানরিখ নর্টজে, চেমার হোল্ডার, লেনিকো বাউচার (উইকেটরক্ষক), কাভিম হজ, জাভেল্লে গ্লেন ও সাদ বিন জাফর।
ত্রিনবাগো নাইট রাইডার্স
ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জেদেন সিলস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন ও মুহাম্মদ আলি খান।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ক্রিস লীন, বেন ডাঙ্ক, এভিন লুইস, দীনেশ রামদিন, রায়াদ এমরিট, ডেনিস বুল্লি, আলঝারি জোসেফ, জশুয়া ডা সিলভা, ডমিনিক ড্রেকস, ফ্যাবিয়ান অ্যালেন, র্যাসি ভ্যান ডার ডুসেন, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, কলিন আরকিবাল্ড, জন রুস জাগেসার ও সানি সোহাল।
বার্বাডোস ট্রাইডেন্টস
রাশিদ খান, জেসন হোল্ডার, মার্কাস স্টয়নিস, জনসন চার্লস, শাই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জোনাথন কার্টার, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, রেমন রেইফার, কাইল মায়ের্স, জশুয়া বিশপ, নাইম ইয়াং, জাস্টিন গ্রিভস, রহমানউল্লাহ গুরবাজ ও শায়ান জাহাঙ্গীর।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
ইমরান তাহির, নিকোলাস পুরান, নাভিন উল হক, চন্দরপাল হেমরাজ, ব্রেন্ডন কিং, রস টেইলর, শিমরন হেটমেয়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, আশমেদা নেড, ওডিন স্মিথ, অ্যান্থনি ব্রাম্বেল ও জাসদ্বীপ সিং।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]