করোনার মধ্যে বিশ্বকাপ আয়োজন দুঃস্বপ্ন : মাইক হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৬ জুলাই ২০২০
করোনার মধ্যে বিশ্বকাপ আয়োজন দুঃস্বপ্ন : মাইক হাসি

প্রানঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ সব ধরনের খেলাধুলা। তবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি সপ্তাহে আবারও মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন দুঃস্বপ্ন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ’হাতি ব্যাটসম্যান মাইক হাসি।

ভারতের একটি ওয়েবসাইট হটস্পটের সাথে অনলাইন সাক্ষাৎকারে হাসি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি সত্যিই চিন্তিত। এই পরিস্থিতিতে কীভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, আমার বোধগম্য নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে চিন্তা করাও দুঃস্বপ্ন।’

করোনা পরিস্থিতিতে দ্বি-পাক্ষীক সিরিজ সম্ভব, তবে বিশ্বকাপের মত বড় আসর সম্ভব নয় বলে জানান হাসি। তিনি বলেন, ‘বর্তমান সময়ে দ্বি-পাক্ষীক সিরিজ সম্ভব। কারণ দ্বি-পাক্ষীক সিরিজে একটি দলকে আমন্ত্রণ করা যায় এবং সিরিজও খেলা যায়। সিরিজ খেলতে এসে একটি দলকে ১৪ দিনের আইসোলেশনে রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সিরিজ আয়োজন করা যায়।’

‘কিন্তু বিশ্বকাপের মত আসরে ১০-১২টি দলকে এনে এতগুলো খেলোয়াড়কে কীভাবে ১৪ দিনের আইসোলেশনে রাখা যাবে? এর সঠিক উত্তর আমার জানা নেই। বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে খেলতে যাওয়াটা কোনভাবেই সম্ভব নয়।’

এত সমস্যার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করাই সবচেয়ে ভালো বলে জানান হাসি। তিনি বলেন, ‘আমি মনে করি সবদিক দিয়ে সমস্যা ঘিরে আছে। তাই বিশ্বকাপের মত এত বড় আসর এবার স্থগিতই করা উচিত। এই বিশ্বকাপ নিয়ে সকলেরই স্বপ্ন থাকে। তাই এবারের বিশ্বকাপটি ২০২১ বা ২০২২ সালে আয়োজন করা যেতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার

ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দিল ইংল্যান্ড সরকার

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি

বিশ্বকাপের ‘ফাইনাল বিক্রি’ নিয়ে বিবৃতি দিল আইসিসি