পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই চমক দেখিয়েছেন। আইপিএল অভিষেকেও সেই একি চমক। এবার পিএসএল অভিষেকেও সেই ধারা অব্যাহত রাখলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। তবে দুর্ভাগ্য মোস্তাফিজের, নিজে ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিততে পারেনি তার দল।

প্রথমে ব্যাট করা মুলতান সুলতানস কুমার সাঙ্গাকারা (৪৪ বলে ৬৩) আর শোয়েব মালিকের (২৮ বলে ৪৮) ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ১৬ বল বাকি থাকতেই ১৩৬ রানে গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। ব্যাট হাতে শূন্য রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজ।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল মুলতান সুলতানস। প্রতিপক্ষের রানের গতি কমাতে পঞ্চম ওভারেই মোস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন লাহোর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বাংলাদেশি কাটার মাস্টার ওভারটি শুরুই করেন ডট দিয়ে।

কিন্তু পরের বলটাই উইকেটরক্ষক ধরতে না পারলে বাই চার হয়ে যায়। ওভারের পঞ্চম বলটায় ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে দেন কুমার সাঙ্গাকারা। সবমিলিয়ে মোস্তাফিজের প্রথম ওভারে ১০ রান হয়ে যায়।

তবে এমন শুরুর পরও ঘাবড়ে যাননি মোস্তাফিজ। ইনিংসের ১১তম ওভারে তাকে দ্বিতীয়বার বোলিংয়ে আনেন ম্যাককালাম। এবার প্রথম বলেই উইকেট। দারুণ খেলতে থাকা আহমেদ শেহজাদকে লেগ সাইডে উইকেটের পেছনে ক্যাচ বানান মোস্তাফিজ। ওই ওভারে একটি বাউন্ডারি হজম করলেও মোট ৫টি ডট দেন বাঁহাতি এই পেসার।

এরপর আরেকটি বিরতি দিয়ে মোস্তাফিজকে ১৭তম ওভারে নিয়ে আসেন ম্যাককালাম। ওই ওভারে দ্বিতীয় বলে ছক্কা হলেও সাঙ্গাকারার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন মোস্তাফিজ। সবমিলিয়ে দেন ১০ রান।

১৯তম ওভারে তো মোস্তাফিজকে খেলতে রীতিমত ঘাম ঝড়েছে মুলতানের ব্যাটসম্যানদের। হাতে ৬ উইকেট নিয়ে যে ওভারে রানের ফোয়ারা ছুটানোর কথা তাদের, সে ওভারে ৪টি ডট দেন বাংলাদেশি পেসার। আসে মাত্র ৩ রান। ৪ ওভারে ২২ রানে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন মোস্তাফিজ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

‌‘বউ পেটানো’র খবরে ক্ষুব্ধ তাসকিন

‌‘বউ পেটানো’র খবরে ক্ষুব্ধ তাসকিন

অনুশীলনে ফিরলেন সাকিব

অনুশীলনে ফিরলেন সাকিব

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়