সিপিএল খেলছে না ক্রিস গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৪ জুন ২০২০
সিপিএল খেলছে না ক্রিস গেইল

ক্রিস্টোফার হেনরি গেইল, টি-টোয়েন্টির ক্রিকেট আকাশে এক ধ্রুবতারার নাম। শুধু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই নয় নিজের ক্রিকেটীয় সামর্থ্যের জানান দিয়েছেন পুরো ক্রিকেট দুনিয়ায়। তবে আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে না টি-টোয়েন্টির এই ফেরিওয়ালাকে।

করোনার কারণে বিশ্বের সকল প্রান্তে খেলাধুলা বন্ধ থাকায় শঙ্কা জেগেছিল চলতি বছরের সিপিএল আয়োজন নিয়ে। তবে সব শঙ্কা দূর করে সরকারের অনুমতিতে ১৮ আগস্ট (মঙ্গলবার) থেকে ত্রিনিদান অ্যান্ড টোবাগোতে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে সিপিএল অনুষ্ঠিত হলেও এবারের সিপিএলে দেখা যাবে না ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে। ২৪ জুন (বুধবার) অনুষ্ঠিত হবে এবারের সিপিএলের নিলাম। যেখানে নিলাম শুরু একদিন আগে অর্থাৎ ২৩ জুন (মঙ্গলবার) নিজেকে সরিয়ে নেন তিনি।

জ্যামাইকা তালাওয়াশ থেকে ছেড়ে আসা গেইল খেলার কথা ছিল সেন্ট লুসিয়া জোক্সে। তবে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের সিপিএল না খেলার কথা জানান তিনি। সোমবার (২২ জুন) তার দল সেন্ট লুসিয়াকে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের এবারের আসর চলবে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত সিপিএলে দুইটি দলের হয়ে খেলেছেন গেইল। যেখানে ২০১৩-১৬ ও ২০১৯ আসরে খেলেছেন জ্যামাইকা তালাওয়াশের হয়ে আর ২০১৭-১৮ খেলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা যোদ্ধাদের সম্মানে ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট সিরিজের নাম পরিবর্তন

করোনা যোদ্ধাদের সম্মানে ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট সিরিজের নাম পরিবর্তন

গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন কটরেল

গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন কটরেল

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট