বর্তমান বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর হিসেবে আছে চীনের মোবাইল কোম্পানি ভিভো। চলতি সপ্তাহে ভারত-চীন সীমান্তে সেনা সদস্যের সংঘর্ষের পর স্পম্সর চুক্তি নিয়ে পর্যালোচনায় বসতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।
কিছুদিন ধরেই ভারতের লেহ সীমান্তে উত্তেজনা চলছিল যা ১৫ জুন রুপ নেয় সংঘর্ষে। ভারতের মতে, সে রাতের সংঘর্ষে প্রাণ হারিয়েছে ভারতের ১ সিনিয়র অফিসারসহ ২০ সেনা সদস্য। আর তাতে পুরো ভারত জুড়ে চলছে বিক্ষোভ ও চীনা পণ্য বর্জনের ক্যাম্পেইন।
ভিভোর সঙ্গে আইপিএলের পাঁচ বছর মেয়াদী চুক্তি শেষ হবে ২০২২ সালে। এই প্রতিষ্ঠানের কাছ থেকে বছরে ৪৪০ কোটি রুপি পেয়ে থাকে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছিলেন ভিভোর সাথে স্পন্সরশীপে ভারতেরই লাভ তাই চীনা কোম্পানিকে বাদ দেওয়ার কোন কারণ দেখছেন না তিনি। তারপরই শুরু হয় সমালোচনা। অবশেষে স্পন্সরশীপ চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুন) অরুণ ধুমাল পিটিআইকে বলেছিলেন, ‘আপনি যখন আবেগের সাথে কথা বলবেন তখন আপনি যুক্তি সরিয়ে রাখবেন। আমাদরকে চীনা উদ্দেশ্যে কোন চীনা কোম্পানিকে সমর্থন ও ভারতের পক্ষে চীনা কোম্পানিকে সমর্থনের পার্থক্য বুঝতে হবে।‘
তার এমন বার্তার একদিন পরই আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় লিগ কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইপিএলের অফিসিয়াল একাউন্ট থেকে দেওয়া হয়েছে এই বার্তা।
যেখানে লেখা হয়েছে, ‘সীমান্তে সংঘর্ষের ফলে আমাদের সাহসী সেনাদের মৃত্যুর বিষয়টি মাথায় রেখে, আইপিএল আয়োজক কমিটি আগামী সপ্তাহে একটি বৈঠক ডেকেছে। যেখানে আইপিএলের বিভিন্ন স্পন্সর নিয়ে আলোচনা হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]