প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।
আগামী ২৯ জুন এডিনবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু তা আয়োজন না করতে দু’দলই সম্মতি জ্ঞাপন করে। কারণ এক ম্যাচের জন্য নিরাপদ পরিবেশের সাথে খরচ ও লজিস্টিক জড়িত রয়েছে।
এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, করোনাভাইরাসের জন্য আন্তর্জাতিক পর্যায়ে চলমান বিধিনিষেধের কারণে ক্রিকেট স্কটল্যান্ড-ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া একত্রে টি-টোয়েন্টি ম্যাচটি বাতিলে সম্মতি জ্ঞাপন করেছে।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইসিবি ও সিএ’র সফরটি পুনঃনির্ধারণ করার ব্যাপারেও যৌথ আলোচনা করেছে। তারা একমত হয়েছে যে, নিরাপদ পরিবেশের সাথে খরচ ও লজিস্টিকের কথা চিন্তা করে এই গ্রীষ্মে ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়।
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী গস ম্যাক বলেন, যদিও আমাদের জন্য এটি খুবই হতাশাজনক খবর। তবে আমরা সমস্ত বিকল্প অনুসন্ধান করেছি এবং তারপরই সিদ্ধান্ত নিয়েছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজন সম্ভব নয়।
জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজটি জুলাইয়ে পিছিয়ে দেওয়া হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]