চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৭ জুন ২০২০
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা চলতি জুন মাসের শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করতে সময় নিয়েছে। তবে এর মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ‘অসম্ভব’ বিষয়।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। সে সময় আইসিসির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। আইসিসির ভাষ্য, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মাত্র এক মিনিটের বিষয় হলেও সেটির জন্য আরও সময় দরকার। যেহেতু হাতেও বেশ সময় রয়েছে।

এদিকে আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সেই বৈঠকের আগেই গুরুত্বপূর্ণ তথ্য দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বোর্ডের চেয়ারম্যান আর্ল এডিংস বলেছেন, ‘এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির মাঝে এই বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চায়ন অবাস্তব মনে হচ্ছে।’

প্রাণঘাতি এই ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় এখনও অনেক সীমানা বন্ধ রয়েছে। বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বিদেশিদের ভ্রমণে। এডিংস স্বীকার করেন, এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘যদিও এ বছর বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে বন্ধ বা স্থগিত করা হয়নি। বিশ্বকাপে ১৬টি দেশ অস্ট্রেলিয়ায় প্রবেশ করবে, যেখানে বেশিরভাগ দেশ এখনও কোভিড-১৯ এর মধ্য দিয়ে যাচ্ছে। আমি মনে করি এটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অবাস্তব, বা এটি খুব এবং খুব কঠিন হতে চলছে।’

মঙ্গলবার (১৬ জুন) ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সেখানে এডিংসের বরাত দিয়ে আরও জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং করোনা পরিস্থিতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বেশ কয়েকটি বিকল্প তুলে ধরেছে। বিষয়গুলো নিয়ে আইসিসিতে কথা হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

রবার্টসের পদত্যাগ, অস্ট্রেলিয়ার নতুন নির্বাহী নিক হকলি

রবার্টসের পদত্যাগ, অস্ট্রেলিয়ার নতুন নির্বাহী নিক হকলি

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

অনিশ্চয়তা সত্ত্বেও নারী বিশ্বকাপ নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া

অনিশ্চয়তা সত্ত্বেও নারী বিশ্বকাপ নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া