২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় পাকিস্তানের ডান’ হাতি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের। অভিষেকের পর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে খেলছেন পাকিস্তানের জার্সিতে। মাঝে মাঝেই গুঞ্জন শোনা যেত তার অবসর নিয়ে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে নিজের অবসর প্রসঙ্গে কথা বলেন মোহাম্মদ হাফিজ। সেখানে তিনি বলেন, আমি ভেবেছিলাম বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহন করব। টেস্টের মতো এই ফরম্যাটেও আমি নিজের পরিকল্পনা অনুযায়ী অবসর নিতে চেয়েছি। নিজের লক্ষ্য স্থির রেখে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার সামর্থ্য বিবেচনায় রেখেছি।
তিনি আরও বলেন, আমি একটা বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করে এরপর অবসর নিতে চাই। সেক্ষেত্রে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আশা করি আমি জিতে বিদায় নিতে পারব। এখন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আমার অবসর নেওয়ার সময়টাও পিছিয়ে যাবে। কারণ আমি সেখানে খেলতে চাই।
এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতেই খেলেছেন হাফিজ। শুধু পাকিস্তানের শিরোপাজয়ী ২০০৯ সালের আসরে খেলেননি তিনি।
দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ৫৫ টেস্ট করেছেন ৩৬৫২ রান, ২১৮ ওয়ানডেতে ৬৬১৪ রান ও ৯১ টি-টোয়েন্টিতে ১৯৯২ রান। এছাড়া বল হাতে টেস্টে ৫৩, ওয়ানডে ১৩৯ ও টি-টোয়েন্টিতে ৫৪টি উইকেট নিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]