ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ জুন ২০২০
ইংল্যান্ড সফরের আগে হচ্ছে না পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

ফাইল ছবি

করোনার কারণে দীর্ঘদিন খেলার বন্ধ থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে চায় পাকিস্তান ক্রিকেট দল। আর সে অনুযায়ী পরিকল্পনাও সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে খেলোয়াড়দের ফিট রাখতে ও খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করতে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করেছিল পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির শঙ্কা জাগায় অনুশীলনে ফেরা হয়নি পাক ক্রিকেটারদের।

নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি করতে না পারায় আসন্ন ইংল্যান্ড সফরের আগে অনুশীলন ক্যাম্প করবে না বলে জানিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৩০ জন খেলোয়াড় নিয়ে লাহোরে অনুশীলন করার কথা ছিল পাকিস্তানের। তবে লাহোরের এনসিএতে ‘বায়ো সুরক্ষিত’ পরিবেশ সরবরাহ করতে না পারায় তা বাতিল করে। দেশের মাটিতে অনুশীলন ক্যাম্প না করলেও বেশ কিছুদিন আগেই ইংল্যান্ডে যেতে চায় পাকিস্তান।

যেকারনে ইতোমধ্যে ইসিবির সাথে আলোচনা করছে পিসিবি। যেখানে আলোচ্য বিষয় ছিল, জুলাইয়ের প্রথম দিকে পাকিস্তানের সফরে যাওয়ার ব্যাপারটি। যাতে করে সেখানে অতিরিক্ত কিছুদিন ক্রিকেটাররা অনুশীলন করতে পারে।

এদিকে ইংল্যান্ডও আশাবাদী যে, ক্রিকেট ফেরার পথ সুগম করতে তারা ‘বায়ো-সুরক্ষিত’ পরিবেশ তৈরি করতে পারবে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দুই দলই জুলাই ও আগস্টের সফরে সম্মতি হয়ে। এমনকি ওয়েস্ট ইন্ডিজ আজ সেদেশে পৌঁছেছে। দুই দেশ এক সাথে সফর করলেও রাখা হবে পৃথকভাবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে গাওয়ারের স্যালুট

ওয়েস্ট ইন্ডিজকে গাওয়ারের স্যালুট

বাসচালকের কারণে আমরা সেদিন প্রাণে বেঁচে যাই : সাঙ্গাকারা

বাসচালকের কারণে আমরা সেদিন প্রাণে বেঁচে যাই : সাঙ্গাকারা

স্বাগতিক আম্পায়ার ও খেলোয়াড় বদলির অনুমোদন

স্বাগতিক আম্পায়ার ও খেলোয়াড় বদলির অনুমোদন

লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি

লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি