করোনার পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে খেলার বেশ কিছু অন্তর্বর্তীকালিন নিয়মে পরিবর্তন আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই ধারায়, কোন টেস্ট ম্যাচ চলাকালিন সময়ে খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি।
করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরালে সিরিজ চলাকালিন সময়ে যদি কেউ করোনায় আক্রান্ত হয়, তখন কি হবে? এমন প্রশ্ন সবার আগে তুলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। তিনি বলেছিলেন, ‘টেস্টের মাঝপথে যদি কেউ আক্রান্ত হন, তখন কী ব্যবস্থা রাখা হবে।’
দ্রাবিড়ের বক্তব্যের পরই ইসিবি দাবি তুলে, ‘করোনা বদলি’ খেলোয়াড়ের নিয়ম করার। কিন্তু আইসিসি ক্রিকেট কমিটি প্রস্তাব দেয়, ম্যাচ চলাকালীন কেউ আক্রান্ত হলে ম্যাচ সেখানেই বাদ দিয়ে সকল খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখার। কিন্তু ওই প্রস্তাবে সায় দেয়নি ইসিবি। তাদের মতে, ম্যাচ বাদ হয়ে গেলে তো পুরো আয়োজনই শেষ হয়ে যাবে। এজন্য ‘করোনা বদলি’ খেলোয়াড় নিয়ম থাকলে ম্যাচ শেষ করা যাবে।
ইসিবির এমন প্রস্তাবে সায় দিয়েছে আইসিসি। মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, টেস্ট ম্যাচ চলাকালিন সময়ে কোন খেলোয়াড়ের মাঝে করোনার লক্ষণ প্রকাশ পেলে তার বিকল্প খেলোয়াড় নেওয়া যাবে। যেমন খেলোয়াড় আক্রান্ত হবে মোটামুটি তেমন কাউকেই তার বিকল্প হিসেবে মাঠে নামানো যাবে অর্থাৎ বোলারের পরিবর্তে বোলার আর ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান। যা ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য হবে না।
এছাড়া করোনাভাইরাসের কারণে আইসিসির এলিট প্যানেলের আম্পায়াররা সহজে কোথাও ভ্রমণ করতে পারবেন না। এক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টাইন বিধিমালাও মানতে হবে। ফলে আন্তর্জাতিক ম্যাচগুলো আপাতত নিরপেক্ষ দেশের আম্পায়ার ছাড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন থেকে স্থানীয় আম্পায়াররাই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]