টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ১০ জুন ২০২০
টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ

করোনার পরবর্তী প্রথমবারের মতো মাঠে ক্রিকেট ফিরছে ইংল্যান্ডে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) দেশটিতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিএসি)।

করোনার কারণে দীর্ঘদিন ধরেই স্থবির ক্রিকেট অঙ্গন। তবে সেখানে আশার আলো সঞ্চার করেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। দেশের মাটিতে কয়েকদিনের অনুশীলন শেষে সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) সকালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌঁছেছে ক্যারিবীয়রা।

সফর ও সিরিজ নিয়ে অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ইংল্যান্ডে আমাদের ভ্রমণ করা ক্রিকেট ও অন্যান্য খেলার জন্য একটি বিশাল পদক্ষেপ। এই সফরটি এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমাদের অনুগত ও নিবেদিত প্রাণ সমর্থকদের কাছ থেকে যতটা সমর্থন ও শুভ কামনা পেয়ছি তাতে আমি খুশি। যা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, আমাদের ক্রিকেটার, কোচ, মেডিকেল স্টাফ ও সাপোর্ট স্টাফদেরসহ একটি দুর্দান্ত দল রয়েছে। আমরা যখন প্রথম মাঠে ফিরি তখন থেকেই প্রথম ম্যাচে নামার জন্য অপেক্ষা করছিলাম। উইজডেন ট্রফি জয়ের প্রত্যাশায় এসেছি আমরা, এটি আমরা কাজে লাগাবো।

ইংল্যান্ড পৌছে আপাতত ওল্ড ট্রাফোর্ডে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে তারা। তারপর এক সপ্তাহ অনুশীলন করে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে ক্যারিবীয়রা। ৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ম্যাচ ওল্ড ট্রার্ফোডে। সব টেস্টই হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে আয়ারল্যান্ড

সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’