শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ১০ জুন ২০২০
শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রীড়া সূচি অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে করোনার এই মহামারিতে তৈরি হয়েছে সিরিজ না হওয়ার শঙ্কা। করোনার এমন অবস্থায় শ্রীলঙ্কা সফরে যেতে ‘অনীহা’ প্রকাশ করেছে বেশ কয়েক সিনিয়র ক্রিকেটার।

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে জানিয়েছেন, আমরা শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটারের সাথে টেলিকনফারেন্সে কথা বলেছি। সেখানে তারা শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন।

সিনিয়র এক ক্রিকেটারের নাম প্রকাশ না করে তার বক্তব্য তুলে ধরেছেন তিনি। সিনিয়র ওই ক্রিকেটার বলেন, এমন অবস্থায় আমরা কীভাবে শ্রীলঙ্কা সফরে যাই? আমরা ভাইরাসে আক্রান্ত হলে কি দেশে ফিরে আসা সম্ভব হবে? মনে করুন আমাদের পরিবারের মতো ঘটনা হলে না হয় আমরা সবকিছু ছাপিয়ে ক্রিকেট খেলতে পারি।

আসন্ন এই সফরের সম্ভাবনা নিয়ে আকরাম খান বলেন, হ্যাঁ। আমরা কয়েকজন খেলোয়াড়ের সাথে আলোচনা করেছি, তারা এই সফরে যেতে আগ্রহ দেখায়নি। আমার মনে হয় নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফর হওয়ার সম্ভাবনা খুবই কম।

কয়েকটি দেশ ইতোমধ্যে অনুশীলন শুরু করলেও বাংলাদেশের সব ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন কি-না তা নিশ্চিত নয় আকরাম খানের কাছে। তবে কয়েকজন ক্রিকেটার অনুমতি চেয়েও পায়নি। তবে আকরাম খান নিশ্চিত করেছেন খেলোয়াড়দের স্বতন্ত্রভাবে অনুশীলনের ব্যবস্থা করছে তারা।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা যেখানে ক্রিকেট খেলার কথা ভাবছে আমরা এখনও নিজের বাড়ির উঠোনে অনুশীলন শুরু করতে পারিনি এবং আরও গুরুত্বপূর্ণ হলো কবে এই অবস্থার উন্নতি হবে তা আমরা বলতে পারি না। আমরা স্বতন্ত্রভাবে কারা অনুশীলন করতে চাইছে তা সন্ধানের চেষ্টা করছি যাতে আমরা তাদের জন্য মাঠ প্রস্তুত করতে পারি তবে সবাই এটা করতে চায় কি-না তা আমি খুব বেশি নিশ্চিত নই বা এটি কেবলমাত্র কয়েকজন ক্রিকেটারের ইচ্ছা।

তিনি আরও বলেন, আমরা যথাযথ প্রস্তুতি ব্যতীত সেখানে যেতে পারছি না কারণ এটি তিন ম্যাচের টেস্ট সিরিজ। খেলোয়াড়রা দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকে তাই ক্রিকেটে ফিরে আসার পরে তাদের কমপক্ষে ৪০ দিনের অনুশীলন প্রয়োজন। যেখানে একটি ১ ​​মাসের অনুশীলন ক্যাম্প ও ১০ দিনের ফিটনেস ক্যাম্প। সুতরাং শ্রীলঙ্কা সফর সম্পর্কে আমরা এখনই কিছু করতে পারি না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি