করোভাইরাসের কারণে মার্চ থেকে সকল ক্রিকেট লড়াই স্থগিত হয়ে আছে। তবে ৮ জুলাই থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে প্রায় তিন মাস পর মাঠে ফিরছে ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বেশ সর্তক বলে জানালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ররি বার্নস। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডকে কঠোর পরীক্ষা দিতে হবে।’
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডে লকডাউন ছিল। তবে লকডাউন উঠিয়ে নিয়ে ক্রীড়াযজ্ঞ শুরুর অনুমতি দেয় ব্রিটিশ সরকার। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে পুনরায় ক্রিকেটকে মাঠে ফেরাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরুর জন্য ৫৫ জনের তালিকা করেছে ইসিবি। সেই অনুশীলনের তালিকায় নাম আছে বার্নসের। মূল স্কোয়াডে সুযোগ পাবার স্বপ্নও দেখছেন তিনি।
জানুয়ারিতে কেপটাউনে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে বার্নসের পায়ের গোড়ালির লিগামেন্ট ছিড়ে যায়। এরপর থেকেই চিকিৎসকের শরণাপন্ন ছিলেন তিনি। তবে গত কয়েক মাসে সুস্থ হয়ে উঠেছেন এই ব্যাটসম্যান। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন তার।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি ইংল্যান্ডের জন্য কঠিনই হবে বলে মনে করেন বার্নস। কারণ সর্বশেষ মোকাবেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। অবশ্য সিরিজটি গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল।
ওই স্মৃতিকে মাথায় রেখে স্কাই ক্রিকেট শো’কে বার্নস বলেন, ‘সর্বশেষ লড়াইয়ে আমাদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। তাদের বোলিং আক্রমণ আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। তারা খুবই দক্ষ এবং তাদের বোলারদের গতি আছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে বার্নসের ব্যাটিং গড় ছিল ২৪ দশমিক ১৬। বার্নস বলেন, ‘তাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে এবং তবে যাই হোক-না কেন, এটি আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হতে চলেছে।’
আগামী ৯ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ সদস্যের দল থেকে ১৪ সদস্যের দল নিয়ে সিরিজে অংশ নিবে ক্যারিবীয়রা। ১১জন রির্জাভ বেঞ্চে থাকবেন। ইংল্যান্ড পৌঁছে ওল্ড টার্ফোডে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ওল্ড ট্রার্ফোডে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]