তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ জুন ইংল্যান্ড যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইতোমধ্যে টেস্ট সিরিজের দলও ঘোষণা করেছে ক্যারিবীয়রা। তবে দলের সাথে যাচ্ছেন না ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল। করোনাভাইরাসের কারণে দল ঘোষণার আগেই ইংল্যান্ড সফরে না যাওয়ার ইচ্ছা বোর্ডকে জানান তারা।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও ইংল্যান্ড সফরে এই তিন ক্রিকেটার না যাওয়ায়, কোন ক্ষোভ নেই বোর্ডের। কারণ পরিবারের নিরাপত্তার কথা ভেবেই ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা, এমনটা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ।
তিনি বলেন, ‘পরিবারের নিরাত্তার কথা ভেবেই ব্রাভো-হেটমায়ার-পল ইংল্যান্ড সফরে যাননি। তাদের সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়েছে ও সম্মানও করা হয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে কাউকে কোন বিষয় নিয়ে জোড় করা যায় না।’
ইংল্যান্ড সফর নিশ্চিত হওয়ার পরই দল সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এরপর সকল খেলোয়াড়কে বোর্ডে পক্ষ থেকে জানানো হয়, সফর নিয়ে কারও উপর জোড় করা হবে না। কারণ সফর নিয়ে সংশয় থাকলে তা পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
তবে ব্রাভো-হেটমায়ার-পলের সফরে না যেতে চাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন গ্রেভ। তিনি বলেন, ‘পরিবারের নিরাপদের কথা ভেবেই তারা কেউই ইংল্যান্ড সফর থেকে নিজেদের সরিয়ে নেয়। বর্তমান পরিস্থিতিকে এখনও নিরাপদ ভাবতে পারছেন না তারা। তবে দলের জন্য শুভ কামনা জানাতে ভুল করেননি ব্রাভো-হেটমায়ার-পল।’
তিনজনের সিদ্ধান্তের কারণও আলাদা ব্যাখ্যা করেছেন গ্রেভ। বোর্ডকে কি বলেছেন তারা, তার কিছুটা প্রকাশ করেন গ্রেভ, ‘পল তার বিশাল পরিবারের একমাত্র উপর্জনকারী। তার কিছু হলে পরিবার কীভাবে চলবে, এটি নিয়ে সে সত্যিই দুর্ভাবনায় ছিল।
তার ব্যাপারটি জানিয়ে আমাদের কাছে লিখেছে, ভারাক্রান্ত হৃদয় নিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে, ইংল্যান্ডে যেতে স্বস্তিবোধ করছে না। পরিবারের সাথে আলোচনার পর তার মনে হয়েছে, সফরে যাওয়া ঠিক হবে না। গ্রেভ আরও জানান, ‘হেটমায়ার তার পরিবারকে রেখে ইংল্যান্ড সফরে যাওয়া নিরাপদ মনে করেনি।’
দলের সেরা তিন খেলোয়াড় না থাকলেও, ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ ভালো করবে বলে মনে করেন গ্রেভ, ‘আমি মনে করি আমাদের এই দলটি প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে সক্ষম হবে। দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড় গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের দলে ছিল। এই দলের খেলোয়াড়রা গত সফরের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কাজে লাগাবে ও সফলও হবে। এছাড়া নতুনদের অনুপ্রেরণাও দিবে।’
৮ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড পৌছে ওল্ড ট্রাফোর্ডে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবেন তারা। ৮ জুলাই সাউদাম্পঠনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ম্যাচ ওল্ড ট্রার্ফোডে। সব টেস্টই হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]