প্রথম টেস্টে থাকছেন না রুট, নেতৃত্বের সম্ভবনায় স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ এএম, ০৪ জুন ২০২০
প্রথম টেস্টে থাকছেন না রুট, নেতৃত্বের সম্ভবনায় স্টোকস

ফাইল ছবি

করোনারভাইরাসের কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর অনেক কাঠখড় পুড়িয়ে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। তবে তাতেও আছে যদি কিন্তু, সরকার অনুমতি দিলেই কেবল মাঠে গড়াবে ক্রিকেট।

সরকারের পক্ষ থেকে হ্যাঁ সূচক সিদ্ধান্ত আসলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্টে থাকবেন না তিনি। এর ফলে নতুন অধিনায়কের বিষয়ে বেন স্টোকসের কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলের ভেতরের সবাই জেনে গেছেন অধিনায়কত্বের ভার পড়তে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসের কাঁধে। এছাড়া বিষয়টি আরও পরিষ্কার হয় গেছে জো রুটের কথায়।

জো রুট বলেন, ‘আমি বিশ্বাস করি ও (স্টোকস) খুব ভালো কাজ করবে। সহ-অধিনায়ক এবং একজন নেতা হিসাবে তার গুণাবলী দুর্দান্ত এবং এরই মধ্যে সে উদাহরণ স্থাপন করেছে। ট্রেনিংয়ে যেভাবে পরিশ্রম করে, পাশাপাশি কঠিন পরিস্থিতিতে যেভাবে বোলিংয়ে এগিয়ে আসে এবং তার ভিন্ন আবহে ব্যাটিংয়ে এগিয়ে আসার সাহস দুর্দান্ত। ও নিজেও কাজটা করে, অন্য কেউকেও উৎসাহিত করে।’

তিনি আরও বলেন, ‘আমি পুরনো রেকর্ড নিয়ে কথা বলার পক্ষপাতী নই। আপনি যতক্ষণ না পর্যন্ত তাকে সুযোগ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না তার জন্য সাফল্য অপেক্ষা করছে নাকি অন্য কিছু। পুরো ক্যারিয়ারে ও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে চলেছে। অধিনায়কত্ব বাড়তি আরেকটি দায়িত্ব। এছাড়া কিছু নয়। সময়ের সাথে এ দায়িত্বটা অনেক বড় হয়। কিন্তু ও চিত্তাকর্ষক খেলোয়াড় এবং আমাদের সাজঘরের সেরা খেলোয়াড়। আমি কখনো বলবো না, ও কিছু করত পারে না। ও নিজেকে বিভিন্নভাবে প্রমাণ করেছে।’

সবকিছু ঠিক থাকলে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৯ জুন (মঙ্গলবার) যুক্তরাজ্য সফরে যাবে। প্রথম টেস্ট ম্যাচ খেলার আগে ওল্ড ট্র্যাফোর্ডে তিন সপ্তাহের জন্য তারা কোয়ারেন্টিন পালনসহ অনুশীলন করবে। এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এজেস বোল স্টেডিয়ামে শুরু হবে ৮ জুলাই (বুধবার)। এছাড়া ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুরু হবে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

তামিমের ভালো অধিনায়ক হওয়ার সামর্থ্য আছে : মাঞ্জেরেকার

তামিমের ভালো অধিনায়ক হওয়ার সামর্থ্য আছে : মাঞ্জেরেকার

জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ

জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ