করোনার কারণে শঙ্কা জমে আছে ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরের ভাগ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে, অস্ট্রেলিয়া সফর করতে দেখা যেতে পারে বিরাট কোহলিদের। আর সেই সফরেই গোলাপি বলে ভারতীয় ব্যাটসম্যানদের বল করতে মুখিয়ে রয়েছেন মিচেল স্টার্ক।
এখনও পর্যন্ত দিবা-রাত্রির সবক’টি টেস্ট ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। গতবার অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট খেলতে চায়নি ভারতীয় দল। তার পরে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হলে ইডেনে দিবা-রাত্রির টেস্ট খেলার আয়োজন করেন। ভারতের অস্ট্রেলিয়া সফরে একটি দিবা-রাত্রির টেস্ট হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
স্টার্ক বলেন, ‘এই সিরিজে গোলাপি বলে টেস্ট ম্যাচ হলে তা দারুণ হবে। ক্রিকেটভক্তরা পছন্দ করবেন। ব্যাট-বলের লড়াইটাও দারুণ হবে বলেই মনে করছি। ভারতও ওদের ঘরের মাঠে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। ফলে একেবারে যে ওদের অপরিচিত এমন নয়। ফলে দু’ দেশের ক্রিকেট লড়াইটা বেশ ভালই জমবে।’
তবে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাল। এখন পর্যন্ত সবক’টি টেস্ট ম্যাচেই জয় লাভ করেছে তারা। তার পর আরও নিজেদের মাটিতে খেলা তাইতো কিছুটা হলেও এগিয়ে থাকবে অজিরা।
স্টার্ক বলেন, ‘যদি অ্যাডভান্টেজের কথাই বলা হয়, তা হলে বলতেই হবে, দিবা-রাত্রির টেস্টে আমাদের রেকর্ড ভাল।’
দিবা-রাত্রির টেস্টে বোলিং রেকর্ডটাও বেশ ভালো স্টার্কের। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৯.২৩ গড়ে নিয়েছেন ৪২ উইকেট। যা অন্যান্য বোলারের থেকে অনেক এগিয়ে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]