মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক। অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল হলেও মাশরাফির প্রথম অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেটে। যদি ইনজুরির কাছে হার মেনে টেস্ট ক্রিকেটে বেশি দিন খেলা হয়নি তার।
২০০১ সালে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন মাশরাফি। ওই বছরই (২০০১ সাল) মাত্র ১৭ বছর বয়সে নিউজিল্যান্ড সফরে নিজের সবচেয়ে গতিময় বল করেছিলেন মাশরাফি বিন মর্তুজা।
টাইগার ওপেনার তামিম ইকবালের শেষ লাইভ শো’তে সোমবার (২৪ মে) রাতে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই এ তথ্য জানান। মাশরাফি জানান, সেই ম্যাচে ঘণ্টায় ১৪৭-১৪৮ কিলোমিটার গতিতেও বল করেছিলেন।
লাইভ আড্ডায় এ প্রসঙ্গটা তামিম প্রথমে তুলেন। বলেন, ‘মাশরাফি ভাই, আপনার একটা স্পেলের কথা বলবেন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আমাদের দেশের হয়ে আর কখনও করেননি। মনে পড়ে কোন স্পেল?’
তামিমের কথা শেষ হওয়ার পর দ্রুতই পুরনো স্মৃতি মনে করেন মাশরাফি। বলেন, ‘২০০১ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ক্রিস কেয়ার্নস, এডাম পেরোরে ও ক্রেইগ ম্যাকমিলানকে যে স্পেলটি করেছিলাম, সেটি মনে পড়ে।’
তিনি বলেন, ‘চা-বিরতির পর টানা সাত ওভার ১৪০ কিলোমিটারের ওপরে বল করেছি। আর কিছু বল ১৪৫-১৪৬ হয়েছিল। আবার সেদিন ১৪৭-১৪৮ পর্যন্তও গিয়েছিল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ রানে ৪ উইকেট ও ১০০ রানে ৩ উইকেট শিকার করেছিলেন মাশরাফি। মাশরাফির কথা শেষ হতেই মুশফিক তার স্মৃতি তুলে ধরেন।
তিনি বলেন, ‘বিকেএসপিতে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের সময় প্রথম দেখেছি মাশরাফি ভাইকে। আমরা তখন বল বয় ছিলাম। দেখেছি কত জোরে বল করেন। ওত জোরে বল জীবনে দেখিনি আমি। রান আপও ছিল বিশাল, এত জোরে বল আগে কখনও কাউকে করতে দেখিনি। সে দিন ব্যাটিংয়েও ফিফটি করেছিলেন মাশরাফি ভাই। আমি একটা বল ধরেছিলাম মাঠের বাইরে। দারুণ খুশি ছিলাম যে, মাশরাফি ভাইয়ের মারা বল ধরেছি।’
মাশরাফি টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় না নিলেও ইনজুরি তাকে বেশ আগেই ক্রিকেটের এ ফরম্যাট থেকে বেশ আগে থেকে দূরে সরি রেখেছে। ২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৩৬ ম্যাচে ৫১ ইনিংসে বল হাতে ৭৮ উইকেট শিকার করেছেন মাশরাফি এবং ব্যাট হাতে ৬৭ ইনিংসে ৭৯৭ রান করেছেন এ নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব থেকে বিদায় নিয়েছেন। তবে ওয়ানডে এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি। এছাড়া বর্তমান সংসদের সংসদ সদস্যও তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]