হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৩ মে ২০২০
হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

কোহলি না বাবর? কে সেরা? ক্রিকেটমহলে এই তর্ক-বিতর্ক যেন থামছেই না। এবার সে তর্ক-বিতর্কে আরও একটু রঙ মাখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক চায়নাম্যান ব্র্যাড হগ।

নিজের পছন্দের বর্তমান সময়ের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছেন তিনি। যেখানে সর্বোচ্চ ৪ জন করে আছে ভারত ও অস্ট্রেলিয়ার। এছাড়া একজন করে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের।

তবে সবচেয়ে বড় বিতর্কটা শুরু হয়েছে বিরাট কোহলি ও বাবর আজমকে নিয়ে। বাবরকে দলে রাখলেও দলে রাখেননি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানে কোহলিকে। যেখানে দলে রাখা হয়েছে ভারতের চার ক্রিকেটারকে। এই দুজনকে রাখা না রাখার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

বাবরকে রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি এই একাদশে বাবরকে রেখেছি কারণ গতবছর পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে সে ব্রিসবেনে একটি সেঞ্চুরি করেছিল। ব্রিসবেনের উইকেটে সফররত যে কারও জন্য পারফরম করা খুবই কঠিন। তবে সে প্রমাণ করেছে নিজের সামর্থ্য। যে কারণে বর্তমানে সেরাদের মধ্যে অন্যতম সে।’

একইসঙ্গে কোহলিকে না রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি জানি সবাই জিজ্ঞেস করবে যে বিরাট কোহলি কেন নেই? তবে আপনি যদি তার শেষ ১৫টা ইনিংস দেখেন, তাহলে দেখতে পাবেন মাত্র চারবার ৩১ রানের বেশি করতে পেরেছে। ঠিক এ কারণেই আমার এ বছরের একাদশে কোহলি নেই।’

হগের বর্তমান সেরা টেস্ট একাদশঃ

মায়াঙ্ক আগারওয়াল (ভারত), বাবর আজম (পাকিস্তান), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), আজিঙ্কা রাহানে (ভারত), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক, উইকেটরক্ষক), প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), মোহাম্মদ শামি (ভারত), নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) এবং নাথান লিয়ন (অস্ট্রেলিয়া)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!

চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!

বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার

বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার