প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্রিকেটীয় সকল কার্যকম বন্ধ রয়েছে। একই কারণে আলোচনায় এসেছে পেসারদের বল থুথু দেওয়ার প্রসঙ্গও। প্রাণঘাতি এ ভাইরাসের কারণে বাদ যেতে পারে এ কার্য। তবে এমন শঙ্কার মাঝে সম্ভাবনার খবর নিয়ে এলো অস্ট্রেলিয়ার একটি কোম্পানি।
বল উজ্জ্বল করতে আগে বোলাররা থুথু বা লালার ব্যবহার করেন। তবে ভাইরাসের কারণে নতুন নিয়মে বন্ধ হয়ে যেতে পারে সে সুযোগ। তবে এমন অবস্থায় বোলারদের জন্য সুখবর দিয়ে অস্ট্রেলিয়ার খেলাধুলার সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুকাবুরা বলছে ঘাম বা লালার বিকল্প হিসেবে ‘ওয়াক্স অ্যাপ্লিকেটর’ নিয়ে আসছে তারা।
ওয়াক্স অ্যাপ্লিকেটর হিসেবে ব্যবহৃত হবে মূলত পকেট সাইজের স্পঞ্জসদৃশ একটি বস্তু। যেটা বলের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ঘষামাজার কাজে ব্যবহার হবে। ঘাম বা লালার বিকল্প হিসেবে কাজ করবে এটি। তবে এতে ক্রিকেট বলের মান নষ্ট হওয়ার কোন আশঙ্কা নেই বলেও দাবি করছে কুকাবুরা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকা ব্রেট এলিয়ট বলেছেন, যেহেতু ক্রিকেটে লালা বা ঘামের ব্যবহার বন্ধের কথা ভাবা হচ্ছে, আমরা মনে করি আমাদের এই ওয়াক্স অ্যাপ্লিকেটর একটা সমাধান হতে পারে। এটি ব্যবহারের জন্য এখনই প্রস্তুত রয়েছে।
এদিকে কুকাবুরা ক্রিকেটে পেস বোলারদের জন্য এ সুখবর দিলেও এখনই এটি ব্যবহার করা হচ্ছে না। কারণ, এটি ব্যবহারে সবার আগে আইসিসি থেকে অনুমোদিত হতে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]