ভারতকে হারানো প্রধান লক্ষ্য : ল্যাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ এএম, ০২ মে ২০২০
ভারতকে হারানো প্রধান লক্ষ্য : ল্যাঙ্গার

ফাইল ছবি

ভারতকে টপকে আবারও টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। তবে শীর্ষস্থান দখল করার পরও পুরোপুরি খুশি হতে পারছেন না অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার লক্ষ্য ভারতের মাটিতে বিরাট কোহলির দলকে হারানো। তা ছাড়া শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে তাদের বড় পরীক্ষার মুখে ফেলবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে, বলে মনে করছেন ল্যাঙ্গার।

বল বিকৃতি কেলেঙ্কারির ঝড়-ঝাপ্টা সামলে শুক্রবার (১ মে) অস্ট্রেলিয়া দল আবারও টেস্ট র‌্যাংঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে। তবে ল্যাঙ্গার জানেন পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে তিনি বলেন, আমরা জানি র‌্যাংঙ্কিংয়ের অবস্থান পাল্টে যেতে সময় লাগে না। তবে এক নম্বরে উঠে আসতে পেরে আমরা খুশি।

তিনি আরও বলেন, আমরা দল হিসেবে যে জায়গায় আসতে চাই, সেখানে পৌঁছতে গেলে এখনও অনেক কাজ বাকি। তবে আশা করি গত কয়েক বছরে আমরা ভালই পারফর্ম করেছি। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও।

তবে তাদের সামনে সব চেয়ে বড় পরীক্ষা কী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। তিনি বলেন, অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল ফল করা। তবে তার পাশাপাশি ভারতকে ওদের দেশে হারাতে হবে। অস্ট্রেলিয়াতেও ওদের হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

ল্যাঙ্গার আরও বলেন, এক নম্বরে উঠে আসাটা দারুণ ব্যাপার। তবে শীর্ষস্থানে উঠে আসলে সবাই সেই দলকে হারাতে চায়। আমরা এত দিন যেটা চাইতাম। এখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তাই আমাদের নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টিভ স্মিথ নয়, কোহলি সেরা : চ্যাপেল

স্টিভ স্মিথ নয়, কোহলি সেরা : চ্যাপেল

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ