দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে রাজত্ব করে আসছিল বিরাট কোহলির ভারত। তবে অবশেষে পতন ঘটলো ভারতের দীর্ঘ রাজত্বের। ভারতকে টপকে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলো অস্ট্রেলিয়া।
আইসিসি র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে ২০১৯ সালের মে থেকে শুরু করে এখন পর্যন্ত খেলা ম্যাচের ক্ষেত্রে ১০০ শতাংশ এবং তার আগের দুই বছরের ম্যাচের জন্য ৫০ শতাংশ হারে বিবেচনা করা হয়েছে। আর তাতে দুই পয়েন্টের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারায় ভারত। শুধু শীর্ষস্থানই হারায়নি নেমে গেছে তিন নম্বরে।
১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ১১৫ পয়েন্টে দুইয়ে নিউজিল্যান্ড আর ১১৪ পয়েন্ট নিয়ে তিনে ভারত। ২০০৩ সালে প্রথমবারের মতো আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিং প্রকাশের পর শীর্ষ তিন দলের মাঝে এটি দ্বিতীয় নিকটমতম পয়েন্ট ছিল। যেখানে অজিদের সাথে নিউজিল্যান্ডের পয়েন্ট ব্যবধান ১ আর দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সাথে ভারতের পয়েন্ট ব্যবধানও ১। এর আগে ২০১৬ সালে ভারত শীর্ষস্থান দখল করলে এমতাবস্থায় ছিল ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট ভারত যেন এক অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে। যার প্রমাণ দেখা যায় র্যাংকিংয়ের দিকে তাকালেই। ২০১৬ সালের অক্টোবরে শীর্ষস্থান দখলের পর দীর্ঘ ৩ বছর ৭ মাস কিংবা ৪৩ মাস পর শীর্ষস্থান হারালো ভারত। যা কি না দীর্ঘদিন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডের দ্বিতীয়।
দীর্ঘ ৪৩ মাস টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকলেও অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে ব্যর্থ হয় ভারত। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ৭৬ মাস টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। ২০০৩ সালের জুনে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠার পর ২০০৯ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার কাছে রাজত্ব হারায় অজিরা।
দীর্ঘদিন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডে তিন নম্বরেও ভারতের নাম। দক্ষিণ আফ্রিকা আগস্টে অজিদের কাছে থেকে রাজত্ব ছিনিয়ে নিলেও ওই বছরের নভেম্বরেই ভারতের কাছে রাজত্ব হারায় প্রোটিয়ারা। ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ২১ মাস র্যাংকিংয়ের শীর্ষে ছিল ভারত।
এরপর চার নম্বরে রয়েছে দীর্ঘ ১৮ মাস শীর্ষস্থান ধরে রাখা দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের আগস্টে ইংল্যান্ডের কাছে রাজত্ব ছিনিয়ে নেওয়ার পর ছিলেন ২০১৪ সালের মে পর্যন্ত। আর পাঁচ নম্বরে ১২ মাস শীর্ষে থাকা ইংল্যান্ড। তবে সবচেয়ে কম সময় শীর্ষে ছিলেন এমন রেকর্ডের মালিকও ভারত। যারা ২০১৬ সালের আগস্টে মাত্র ২৫ দিনেই পাকিস্তানের কাছে রাজত্ব হারায়।
এ তো গেলো গত দুই দশকের কথা এবার আরও একটু পিছন ফিরে তাকানো যাক। সেই ১৯৫২ সালের দিকে চোখ মেলানো যাক। ইতিহাসটা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০০৩ এর র্যাংকিংয়ের আগের। ২০০৩ সালের পর থেকে দীর্ঘ ৭৪ মাস টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড করলেও পিছনের দিকে তাকিয়ে ১৯৫২ সাল থেকে হিসেব করলে এই রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজ। যারা কি না সবচেয়ে বেশি ৮৯ মাস ছিলেন টেস্টের ১ নম্বর দল।
১৯৮১ সালের মার্চে ভারতকে টপকে শীর্ষে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। যারা কি না ১৯৮৮ সালের জুলাই পর্যন্ত শীর্ষে ছিলেন। পরের গল্প গুলো শুধু অস্ট্রেলিয়াকে নিয়েই লেখা। শীর্ষ পাঁচের পরের চারটিই অজিদের দখলে।২ বার ৬০ মাস করে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। এর পর ৪৪ মাস, ৪৩ ও ৪১ মাস করে ছিলেন টেস্টের শীর্ষ দল।
২০০৩ সালের পর থেকে টেস্টে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থান ধরে রাখা সেরা পাঁচ দল:
১. অস্ট্রেলিয়া - ৭৪ মাস
২. ভারত - ৪৩ মাস
৩. ভারত - ২১ মাস
৪. দক্ষিণ আফ্রিকা - ১৮ মাস
৫. ইংল্যান্ড - ১২ মাস
১৯৫২ সালের পর থেকে টেস্টে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থান ধরে রাখা সেরা পাঁচ দল:
১. ওয়েস্ট ইন্ডিজ - ৮৯ মাস
২. অস্ট্রেলিয়া - ৬০ মাস
৩. অস্ট্রেলিয়া - ৬০ মাস
৪. অস্ট্রেলিয়া - ৪৪ মাস
৫. অস্ট্রেলিয়া - ৪৩ মাস
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]