করোনার বদৌলতে একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সিরিজগুলো স্থগিত হচ্ছে। ইতোমধ্যেই মে মাসের বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। শুধু আয়ারল্যান্ড সফরই নয় স্থগিত হয়েছে জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে করোনার কারণে শঙ্কা জেগেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে। তবে এখনই শ্রীলঙ্কা সফর স্থগিত করতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘ইতিমধ্যেই শ্রীলঙ্কায় কয়েকটি সফর (অন্য দেশের) স্থগিত হয়েছে। আমাদের সাথে লঙ্কান বোর্ডের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এখনই বিষয়টা পরিষ্কার করা যাবে না। কারণ একটি বিষয় মাথায় রাখতে হবে, যে দেশে খেলতে যাবেন সে দেশের অবস্থা ভালো হলেই হবে না। আমাদের পরিস্থিতি, ভ্রমণের ব্যাপারে সরকারের নির্দেশনা কী এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অতটা খারাপ না হলেও দেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বিদেশ সফর করা কঠিন বলেই মনে করছেন তিনি। তিনি বলেন, ‘ওই দেশটা ঠিক হলেই তো হবে না, আমাদের সরকারের নির্দেশনাও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা সফর হবে কী না সেটি বুঝতে আরেকটু সময় নিতে হবে। সরকার করোনা নিয়ে কাজ করছে এবং কেউই বলতে পারছে না কবে নাগাদ এটা পুরোপুরি ঠিক হবে। তাই শ্রীলঙ্কা সফর এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে।’
জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। কলম্বো, গল ও ক্যান্ডিতে হতে যাওয়া তিনটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]