কোহলির চেয়ে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০
কোহলির চেয়ে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স

টেস্ট ক্রিকেটে বরাবরই ভারতের ব্যাটিং লাইন-আপ বিশ্বসেরা। যেখানে রয়েছে কোহলি-পূজারাদের মতো ব্যাটসম্য্যান। টেস্ট ক্রিকেটে ভারতের চেতেশ্বর পূজারাকে বল করা বেশ কঠিন বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

টেস্ট ক্রিকেটে বোলারাদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন কামিন্স। তারপরও পূজারার বিপক্ষে বল করতে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল তাকে। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। ওই সফরের অভিজ্ঞতা স্মরণ করে পূজারার ব্যাপারে কথা বলেন কামিন্স।

কামিন্স বলেন, ‘বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপ হলো ভারতের। সেটা যে ফরম্যাটেই হোক না কেন। ভারতীয় ব্যাটসম্যানদের আউট করা কঠিন। বোলারদের বেশ হিমশিম খেতে হয়। তবে আমি বলবো সকলের মধ্যে পূজারা ভিন্ন ধরনের ব্যাটসম্যান। পূজারাকে আউট করা খুবই কঠিন। সেটি গত সফরে আমি বেশ ভালোভাবেই টের পেয়েছি।’

ওই সফরে টেস্ট সিরিজে পূজারা ৫২১ রান করেছিলেন। এই পরিসংখ্যানই বলে দেয় পূজারা কতটা ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের। সেটি অকপটে স্বীকারও করেন কামিন্স।

তিনি বলেন, ‘ওই সফরে আমাদের মাথা-ব্যাথার কারণ ছিল পূজারা। তাকে নিয়ে আমরা অনেক কাজ করেছি। তাকে পরাস্ত করাটাই কঠিন ছিল। কোনভাবেই তাকে পরিকল্পনার ফাঁদে ফেলানো যাচ্ছিলো না। প্রতি ইনিংসেই যেন সে, নতুনভাবে জ্বলে উঠছিল। এটি বলতে কোন দ্বিধাবোধ নেই, টেস্ট পূজারাকে আউট করা সবচেয়ে কঠিন কাজ।’

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে সিরিজ সেরা হয়েছিলেন পূজারা। আর ওই সফরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ভারত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

তিন বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

নিষিদ্ধ আকমলকে রমিজ রাজার তিরস্কার

নিষিদ্ধ আকমলকে রমিজ রাজার তিরস্কার

কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা

কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন