ইংল্যান্ডে যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট সিরিজ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০
ইংল্যান্ডে যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট সিরিজ স্থগিত

ফাইল ছবি

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনভাইরাসের মধ্যে ইংল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল এ টেস্ট সিরিজ।

জুনে ইংল্যান্ডের ওভাল, এজবাস্টন এবং লর্ডসে ৩ ম্যাচের এ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইংল্যান্ডে জুনে খেলাধুলা শুরু করার মতো পরিস্থিতি হবে কি না এবং আন্তর্জাতিক ভ্রমণ প্রতিবন্ধকতার মতো বিষয়গুলোকে আমলে নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টেস্ট সিরিজটি স্থগিত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, আমরা ইসিবির সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জুনে খেলা কোনোভাবেই খেলা সম্ভব নয়, ফলে ইসিবি এবং অন্যান্য বোর্ডগুলোর সাথে স্থগিত সিরিজগুলো পরবর্তীতে কবে আয়োজন করা যায়, সে বিষয়ে কথা হচ্ছে। আমাদের খেলোয়াড়দের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল ইংল্যান্ড ভ্রমণ করবো।

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই পর্যন্ত সকল প্রকার পেশাদার ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের স্থগিতাদেশ বাড়ালো ইংল্যান্ড

ক্রিকেটের স্থগিতাদেশ বাড়ালো ইংল্যান্ড

স্টোকস নয়, ক্যালিসই সেরা অলরাউন্ডার : মঈন আলী

স্টোকস নয়, ক্যালিসই সেরা অলরাউন্ডার : মঈন আলী

ব্রডকে ছয় ছক্কা মারার কারণ জানালেন যুবরাজ

ব্রডকে ছয় ছক্কা মারার কারণ জানালেন যুবরাজ

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং